ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ। ব্যাডমিন্টনের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে হেরে বিদায় নিয়েছেন পিভি সিন্ধু (PV Sindhu)। কোয়ার্টার ফাইনালে আর যাওয়া হল না ভারতীয় তারকা শাটলারের। হল না তৃতীয় পদক জেতা। কিন্তু পরের অলিম্পিকে কি ফের পদকের লড়াইয়ে নামবেন সিন্ধু? এখনই নিশ্চিত করতে পারছেন না তিনি।
রিও অলিম্পিকে রুপো এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ। ফলে এবারও অনেক আশা ছিল পিভি সিন্ধুকে নিয়ে। তৃতীয় অলিম্পিক পদক জিতে রেকর্ড গড়বেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মহিলাদের শেষ ষোলোর ম্যাচে হি বিংজিয়াওয়ের কাছে তিনি হেরে গিয়েছেন ১৯-২১, ১৪-২১ ব্যবধানে। প্রথম গেমে হারার পর প্রাণপণ চেষ্টা করেও দ্বিতীয় গেমে কামব্যাক করতে পারেননি। চিনের প্রতিপক্ষের আক্রমণাত্মক মনোভাবের কাছে হার মানেন ২৯ বছর বয়সি তারকা।
পরের অলিম্পিক ২০২৮-এ লস অ্যাঞ্জেলসে। সেখানে কি ফের তাঁকে দেখা যাবে পদকের লড়াইয়ে? এখনই অত দূরের পরিকল্পনা করতে রাজি নন সিন্ধু। তিনি বলছেন, “পরের অলিম্পিক এখনও চার বছর দূরে। আপাতত আমি ফিরে গিয়ে বিশ্রাম নিতে চাই। তার পর এসব ভাবব। চার বছর অনেক দীর্ঘ সময়। দেখা যাক, কী পরিস্থিতি দাঁড়ায়!”
সেই সঙ্গে সিন্ধু বলছেন, “হারটা দুঃখজনক। যে ফল চেয়েছি, সেটা পাইনি। কিন্তু সেটা তো জীবনেরই অঙ্গ। তাই না? আমার জার্নিটা খুব সুন্দর ছিল। অনেক উত্থানপতন দেখেছি। আমি একটা চোট থেকে ফিরেছি। তার পর সব ঠিকঠাকই চলছিল। সব সময় সহজ জয় আশা করা উচিত নয়। কখনও কখনও ওটা তোমার দিন থাকে না। আমরা সকলেই খুব খেটেছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.