Advertisement
Advertisement
Paris Olympics 2024

অলিম্পিকে সম্ভাব্য পদকজয়ী: বক্সিংয়ে নিখাতকে নিয়ে আশায় দেশ

প্রথমবার অলিম্পিকে নামছেন নিখাত জারিন।

Paris Olympics 2024: Nikhat Zareen will be the medal prospect of India
Published by: Krishanu Mazumder
  • Posted:July 20, 2024 3:10 pm
  • Updated:July 20, 2024 3:48 pm

নামনিখাত জারিন
ইভেন্টবক্সিং
প্রথমবার অলিম্পিকে নামছেন
দুবারের বিশ্বচ্যাম্পিয়ন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেরি কমের যোগ্য উত্তরসূরি হিসেবে মনে করা হচ্ছে ভারতের মহিলা বক্সার নিখাত জারিনকে (Nikhat Zareen)। প্যারিস থেকে বক্সিংয়ে পদক আনার অন্যতম সম্ভাবনা তিনিই। প্রথমবার অলিম্পিকে নামছেন নিখাত জারিন। ২০২২ সালে ইস্তানবুল থেকে ফ্লাইওয়েট বিভাগে সোনা জিতেছিলেন ভারতের এই বক্সার। ২০২৩ সালে নয়া দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে লাইট ফ্লাইওয়েট বিভাগে সোনা জেতেন নিখাত। ২০২২ সালের এশিয়ান গেমসেও ব্রোঞ্জ পান ভারতের তারকা বক্সার। ফলে নিখাত জারিনকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে দেশ। 

প্যারিসে (Paris Olympics 2024) নামার আগে নিখাত জারিনের প্রস্তুতি বেশ ভালো। এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্সের সুবাদে অলিম্পিকে অংশ নেওয়ার ছাড়পত্র পান নিখাত। প্যারিস অলিম্পিকে নামার আগে বিদেশে অনুশীলন সেরেছেন তিনি। যেহেতু প্রথমবার নামছেন অলিম্পিকে, তাই কিছুটা হলেও টেনশনে রয়েছেন তিনি। আবার একই সঙ্গে আত্মবিশ্বাসীও বটে। 

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রী মানহানি মামলা: হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য]

নিজামাবাদ থেকে একদিন যাত্রা শুরু করেছিলেন নিখাত জারিন। নিন্দুক-সমালোচকরা ‘গেল গেল’ রব তুলেছিলেন। পুরুষদের খেলা বক্সিং। সেখানে একজন মহিলা হয়ে নিখাত জারিন মুষ্টিযুদ্ধে নামছেন! নিখাতের বাবা মেয়ের মনে সাহজ জোগান। স্রোতের প্রতিকূলে সাঁতরেই আজ এই জায়গায় পৌঁছেছেন নিখাত জারিন। তাঁর বাবা বলেছিলেন, সাফল্য পেলে নিন্দুকরাই প্রশংসা করবে। নিখাত জারিনের প্রশংসায় এখন গোটা দেশ। প্যারিসের বক্সিং রিংয়ে তাঁর দিকেই নজর থাকবে গোটা দেশের, একথা বলাই বাহুল্য। 

[আরও পড়ুন: ঋষভ পন্থকে ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস, জল্পনা ওড়াল ফ্র্যাঞ্চাইজি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement