ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত অলিম্পিকে তাঁর হাত ধরে সোনা এসেছে ভারতের ঝুলিতে। এবারও নীরজ চোপড়াকে (Neeraj Chopra) নিয়ে সোনার স্বপ্ন দেখছে গোটা দেশ। প্যারিস অলিম্পিক শুরুর আগে নিজেকে পুরোপুরি প্রস্তুতি ডুবিয়ে রেখেছেন ভারতের ‘সোনার ছেলে’।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024)। তবে ফ্রান্স থেকে বহু দূরে চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিচ্ছেন নীরজ। তিনি রয়েছেন তুরস্কে। সেখান থেকেই ফ্রান্সের উদ্দেশে উড়ে যাবেন তিনি। ফলে প্যারিস অলিম্পিকে যাঁরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন, সেখানে নীরজের না থাকার সম্ভাবনাই বেশি।
ভারতের ১১৭ জন প্রতিযোগী প্রতিনিধিত্ব করবেন এবারের অলিম্পিকে। যেখানে দেশের পতাকা বহনের দায়িত্বে থাকবেন পিভি সিন্ধু এবং শরথ কমল। অন্যদিকে ফের সোনার স্বপ্নপূরণ করতে প্রস্তুতিতে ডুবে ভারতের জ্যাভলিন তারকা। চলতি বছরে চোটের সমস্যা খুবই ভুগিয়েছে তাঁকে। তার ফলে বেশ কয়েকটি টুর্নামেন্টেও নামেননি নীরজ। এর আগে চোটের জন্য কমনওয়েলথ গেমসে না নামলেও বিশ্বচ্যাম্পিয়নশিপ আর এশিয়ান গেমসে নেমেও সোনা ফলিয়েছেন। চোটের সমস্যাও ভুগিয়েছে ২৬ বছর বয়সি তারকাকে।
অলিম্পিকে সেই আক্ষেপ নিশ্চয়ই রাখতে চাইবেন না নীরজ। তাই উদ্বোধনী অনুষ্ঠান থেকে বহু দূরে তুরস্কে প্রস্তুতি চালাচ্ছেন নীরজ। ওজন তোলার অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি রাখছেন তিনি। যে ভিডিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। আগামী ৬ আগস্ট পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বের মধ্যে দিয়ে শুরু হবে তাঁর লড়াই। ফাইনাল হবে ৮ আগস্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.