সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রীড়া আদালতে স্বপ্নভঙ্গ হয়েছে ভিনেশ ফোগাটের। ধাক্কা খেয়েছে অলিম্পিকে (Paris Olympics 2024) তাঁর রুপোজয়ের আশা। তবুও দেশের মানুষের কুস্তিগিরকে ‘চ্যাম্পিয়ন’ আখ্যাই দিচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেই শোনা গেল সেই কথা। ভিনেশকে তিনি আখ্যা দিলেন ‘দেশের গর্ব’ বলে।
৭৮তম স্বাধীনতা দিবসে যে তিনি প্যারিস থেকে ফেরা সব অ্যাথলিটদের সঙ্গে দেখা করেন মোদি। লালকেল্লায় সেই অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। জোড়া ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়া মনু ভাকের থেকে হকি দল ছিল সেখানে। এছাড়াও পদকজয়ী সরবজ্যোত সিং, স্বপ্নীল কুসলে ও আমন শেরাওয়াত ছিলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। সকলের সঙ্গেই কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদেরকে ‘চ্যাম্পিয়ন’ বলেও সম্বোধন করেন।
সেখানেই ভিনেশ সম্পর্কে তিনি বলেন, “ভিনেশ প্রথম ভারতীয় যিনি কুস্তিতে ফাইনালে উঠেছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়।” এর সঙ্গে তিনি শুটারদেরও প্রশংসা করেন। কুস্তির ফাইনালে ওজন বিতর্কে ভিনেশ নামতে পারেননি। সেই সময়ও সোশাল মিডিয়ায় ভিনেশকে ‘চ্যাম্পিয়ন’ বলেছিলেন মোদি। যদিও ক্রীড়া আদালতে তাঁর রুপোর আবেদন খারিজ হয়ে যায়। ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠেও ডিসকোয়ালফাই হয়েছিলেন ভিনেশ ফোগাট। অলিম্পিকের এই বিভাগের সকল প্রতিযোগীর মধ্যে তিনি থাকবেন সবার শেষে।
উল্লেখ্য, গত বছর ব্রিজভূশণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন ভিনেশ। সেই সময় হাতে জাতীয় পতাকা নিয়ে সতীর্থদের রক্ষা করার চেষ্টা করেছিলেন ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। ভিনেশের গায়েও পড়ছে একের পর এক লাঠির আঘাত। অলিম্পিকে ভিনেশের সাফল্যের পর সেই প্রসঙ্গ ফের উসকে দিয়েছিলেন বজরং।
VIDEO | “Vinesh became the first Indian to reach the wrestling finals. It is a moment of great pride for us,” said PM Modi (@narendramodi) on wrestler Vinesh Phogat’s performance at Paris Olympics 2024, while interacting with Indian Olympic contingent at his residence in Delhi… pic.twitter.com/kZa8KLFwl7
— Press Trust of India (@PTI_News) August 16, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.