সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত অলিম্পিকে ভারোত্তোলনে পদক জিতেছিলেন মীরাবাই চানু (Mirabai Chanu)। এবারের ৪৯ কেজি বিভাগে সোনা জেতার অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে। গতবারের রুপোকে এবার সোনায় পরিণত করতে মরিয়া থাকবেন তিনি নিজেও। শুধু অলিম্পিক নয়, কমনওয়েলথ গেমস-সহ একাধিক টুর্নামেন্টে পদকের পর পদক জিতেছেন মণিপুরের ক্রীড়াবিদ। এবার তাঁর লক্ষ্য প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024)।
২০১৬ সালের রিও অলিম্পিকের ৪৮ কেজি বিভাগে নেমেছিলেন চানু। কিন্তু সেবারের ফল আশাজনক হয়নি। সেই আশা পূর্ণ হল ২০২০-র টোকিও অলিম্পিকে। ৪৯ কেজি বিভাগে মোট ২০২ কেজি তুলেছিলেন তিনি। স্ন্যাচে ৮৭ কেজি তোলার সঙ্গে ক্লিন ও জার্কে তুলেছিলেন ১১৫ কেজি। এর আগে কারমান মালেশ্বরী ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছিলেন। সেই রেকর্ড ভেঙে দেন চানু। পিভি সিন্ধুর পর তিনি দ্বিতীয় অ্যাথলিট, যিনি অলিম্পিকে রুপো জেতেন।
এখানেই তাঁর পদকের তালিকা শেষ নয়। ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ২৯ বছরের তারকা। ২০২২-এ যদিও রুপো জিতেই থামতে হয় তাঁকে। কমনওয়েলথ গেমসে চানুর রেকর্ড তাক লাগিয়ে দেওয়ার মতো। ২০১৪-য় রুপো জেতার পর ২০১৮ ও ২০২২-র কমনওয়েলথ গেমসে সোনার সাফল্য এসেছিল তাঁর হাত ধরে। এমনকী ২০২২-র বার্মিংহ্যাম কমনওয়েলথে স্ন্যাচে ৮৮ কেজি তুলেছিলেন তিনি। যা প্রতিযোগিতার ৪৯ কেজি বিভাগের ইতিহাসে রেকর্ড।
প্যারিসে নিজের তৃতীয় অলিম্পিকে চানুর লক্ষ্য থাকবে অধরা সোনা। অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে চোট-আঘাতের সমস্যা বারবার ভুগিয়েছে তাঁকে। সেসব অতিক্রম করে দেশের নামে সোনার সংখ্যা বাড়াতে ভারোত্তোলনের দায়িত্ব মীরাবাই চানুর কাঁধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.