Advertisement
Advertisement
Paris Olympics 2024

পছন্দ ছিল অন্য পাঁচ খেলা, তবু কেন শুটিংকেই বেছে নিলেন মনু?

ছোটবেলায় মনুর পছন্দের খেলা ছিল বক্সিং, টেনিস, স্কেটিং, ভলিবল, মার্শাল আর্টস। এই সবগুলিই কমবেশি শারীরিক কসরতের খেলা। জাতীয় গেমসে বক্সিং, টেনিস এবং স্কেটিংয়ে পদকও আছে মনুর।

Paris Olympics 2024: Manu Bhaker liked other sports also

মনু ভাকের।

Published by: Subhajit Mandal
  • Posted:July 30, 2024 10:51 pm
  • Updated:July 30, 2024 10:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২৪ বছরের পুরনো ইতিহাস ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির এখন তাঁর নামের পাশে। এর আগে এই কীর্তি গড়েছিলেন এক ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয়। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এক অলিম্পিকে দুটি পদক ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন মনু ভাকের (Manu Bhaker)। মনুর সামনে সুযোগ রয়েছে প্রিচার্ডকে টপকে একই অলিম্পিকে ৩ পদক জয়ের অনন্য নজির গড়ার। কারণ তাঁর আরও একটি ইভেন্ট বাকি।

অথচ এই মনু ভাকের নাকি একটা সময় শুটিংয়ের থেকে বেশি স্বাচ্ছন্দ্য ছিলেন অন্য পাঁচ খেলায়। বস্তুত, ছোটবেলায় শুটিং মনুর পছন্দ তালিকায় ছিল না। কিন্তু ১৪ বছর বয়সের একটা চোট সবটা বদলে দেয়। একটা চোটের জন্য নিজের পছন্দের খেলা ছেড়ে মনু আসেন শুটিং রেঞ্জে। আর সেখানেই এখন ফুল ফোটাচ্ছেন ভারতের সোনার মেয়ে।

Advertisement

[আরও পড়ুন: চুরমার ১২৪ বছরের রেকর্ড, প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে অনন্য নজির মনু ভাকেরের]

ছোটবেলায় মনুর পছন্দের খেলা ছিল বক্সিং, টেনিস, স্কেটিং, ভলিবল, মার্শাল আর্টস। এই সবগুলিই কমবেশি শারীরিক কসরতের খেলা। জাতীয় গেমসে বক্সিং, টেনিস এবং স্কেটিংয়ে পদকও আছে মনুর। কিন্তু ১৪ বছর বয়সে একটি চোট পান তিনি। ভলিবল খেলতে গিয়ে চোখে লাগে। তারপরই শারীরিক কসরত করতে হয়, এমন খেলা ছেড়ে শুটিংয়ে মন দেন সোনার মেয়ে। সালটা ২০১৬। তারপর টানা পরিশ্রম। একের পর এক সাফল্যও এসেছে। জুনিয়র লেভেল থেকে শুরু করে অলিম্পিক পর্যন্ত প্রায় সব প্রতিযোগিতাতেই দেশের মাথা উঁচু করেছেন তিনি।

মাত্র আট বছরের কেরিয়ারে তিনি ২০২৪ অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সডে ব্রোঞ্জ জিতলেন মনু। এর বাইরে বিশ্বকাপ শুটিংয়ে ৯ সোনা, ২ রুপো, ২ ব্রোঞ্জ, এশীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ২ সোনা, এশীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে ২ সোনা, জুনিয়র বিশ্বকাপে ৩ সোনা, ১ রুপো, বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ৪ সোনা, ১ ব্রোঞ্জ এবং বিশ্ব ইউনিভার্সিটি গেমসে ২ সোনা জিতেছেন। মাত্র ৮ বছর অনুশীলন করে এই সাফল্য সত্যিই অভাবনীয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement