Advertisement
Advertisement
Paris Olympics 2024

অলিম্পিকে যাওয়ার আগে অ্যাথলিটদের বিশেষ উপহার IOA’র, কী রয়েছে কিট ব্যাগে?

অলিম্পিক কিট আনবক্সিংয়ের ভিডিও পোস্ট করেছেন অ্যাথলিট শ্রীহরি নটরাজ।

Paris Olympics 2024: Kit Unboxing Of Indian Athletes
Published by: Subhajit Mandal
  • Posted:July 24, 2024 1:48 pm
  • Updated:July 24, 2024 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীতের সব রেকর্ড ভেঙে প্যারিস অলিম্পিকে দশের বেশি পদক জেতার লক্ষ্যে নামছে ভারতীয় দল। এ বছর ভারত থেকে মোট ১১৭ জন অ্যাথলিট অংশ নিচ্ছেন অলিম্পিকে। আর্থিক সংকটের মধ্যেও ভারতীয় অ্যাথলিটদের অলিম্পিকে যাতে কোনওরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে না হয়, সেটা নিশ্চিত করার চেষ্টা করছে ভারতীয় অলিম্পিক সংস্থা।

প্যারিসে (Paris Olympics 2024) উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে এক বিশেষ কিট ব্যাগ উপহার দিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)। ভারতীয় দলের অন্যতম সদস্য সাঁতারু শ্রীহরি নটরাজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই কিট ব্যাগ আনবক্সিংয়ের ভিডিও প্রকাশ করেছেন। সেই ব্যাগে রীতিমতো উপহার সামগ্রীতে ভরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় দলের সদস্যদের।

Advertisement

[আরও পড়ুন: গুজরাট টাইটান্স ছাড়ছেন নেহেরা! আইপিএল সংসারে ঢুকে যেতে পারেন যুবরাজ]

শ্রীহরির পোস্ট করা ভিডিওতে দেখা যাছে, ওই কিট বক্সে বেশ কয়েকটি ভারতীয় জার্সি। যার মধ্যে রয়েছে প্র্যাকটিস কিট। বেশ কয়েকটি অনুশীলনের জার্সি। ম্যাচের জার্সি। জুতো, মোজা-সহ স্পোর্টিং কিটের যাবতীয় পণ্য। রয়েছে ভারতীয় দলের প্যারেডে অংশ নেওয়ার জন্য বিশেষ স্যুটও।

[আরও পড়ুন: অধিনায়কত্ব হারিয়েও বিবাদ নেই সূর্যর সঙ্গে, গম্ভীর জমানার শুরুতেই বোঝালেন হার্দিক]

শ্রীহরি নটরাজ (Srihari Natraj) এই নিয়ে দ্বিতীয়বার অলিম্পিকে অংশ নিচ্ছেন। এর আগে টোকিও অলিম্পিকেও ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। প্যারিস অলিম্পিকেও যোগ দিচ্ছেন অন্যতম সম্ভাবনাময় অ্যাথলিট। তবে সরাসরি অলিম্পিকে সুযোগ পাননি তিনি। দেশের সেরা সাঁতারু হিসাবে ইউনিভার্সালিটি কোটায় অলিম্পিকে খেলবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement