Advertisement
Advertisement
Paris Olympics 2024

‘এভাবে হেনস্তা ঠিক নয়’, বিতর্কিত ‘পুরুষ’ বক্সারকে মহিলা বলেই দাবি অলিম্পিক কমিটির!

বক্সারদের লিঙ্গ পরীক্ষার সিদ্ধান্ত একতরফা, তোপ কমিটির।

Paris Olympics 2024: IOC supports controversial boxer

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 2, 2024 10:23 am
  • Updated:August 2, 2024 1:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা বক্সারদের প্রতিযোগিতায় নেমেছেন একজন ‘পুরুষ’ প্রতিযোগী! এই নিয়ে বিতর্কে উত্তাল প্যারিস অলিম্পিক। লিঙ্গ টেস্টে ফেল করা ইমানে খেলিফের (Imane Khelif) বিরুদ্ধে মাত্র ৪৫ সেকেন্ড লড়ে ম্যাচ ছেড়ে দেন অ্যাঞ্জেলা কারিনি (Angela Carini)। তার পরে সাফ জানান, প্রতিপক্ষের থেকে এমন জোরে আঘাত পাননি কোনওদিন। এই ঘটনার পর থেকেই নেটদুনিয়ায় প্রবল তোপের মুখে পড়েছেন আলজেরিয়ার বক্সার খেলিফে। এহেন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

২০২৩-র বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার মেডেলের ম্যাচের আগে বহিষ্কার করা হয় খেলিফেকে। XY ক্রোমোজোমের অ্যাথলিটরা মহিলাদের প্রতিযোগিতায় নামতে পারবেন না, এই যুক্তিতে তাঁকে বাদ দেওয়া হয়। কিন্তু প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) আয়োজনে রয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তারা খেলিফকে ছাড়পত্র দিয়েছিল। তবে এই পদক্ষেপ ঘিরে প্রথম থেকেই বিতর্ক ছিল। ম্যাচ চলাকালীন ইটালির বক্সারের রিং ছেড়ে বেরিয়ে যাওয়ায় আরও বেড়েছে বিতর্ক। নেটদুনিয়ায় বিশ্রি কটাক্ষের মুখে পড়েছেন খেলিফে।

Advertisement

[আরও পড়ুন: মিটল আর্থিক সমস্যা, ৩০.৫ শতাংশ শেয়ার নিয়ে মহামেডানের ইনভেস্টর শ্রাচী

তার পরেই একটি বিবৃতি প্রকাশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, “অ্যাথলিটদের পাসপোর্টের ভিত্তিতেই তাঁদের লিঙ্গ এবং বয়স নির্ধারণ করা হয়। ২০২০ টোকিও অলিম্পিকেও এই নিয়মই ছিল। প্যারিসের ক্ষেত্রে সেই নিয়ম পালটানো হয়নি।” বিবৃতিতে আরও বলা হয়, যেভাবে মহিলা বক্সারদের কাঠগড়ায় তোলা হচ্ছে সেটা অত্যন্ত নিন্দনীয়। ২০২৩ সালে যেভাবে বক্সারদের লিঙ্গ পরীক্ষা হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা একতরফা পদক্ষেপ।

সেই একতরফা পদক্ষেপের কারণেই হেনস্তার মুখে পড়তে হচ্ছে মহিলা বক্সারদের, এমনটাই মত অলিম্পিক কমিটির। কেবল খেলিফে নন, একই সমস্যার সম্মুখীন হয়েছেন তাইওয়ানের বক্সার লিন ইউ-তিংও। এইভাবে বক্সারদের হেনস্তার প্রবল বিরোধী অলিম্পিক কমিটি, সেই কথাও জানানো হয়েছে বিবৃতিতে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি মহিলাদের প্রতিযোগিতায় ‘পুরুষ’ প্রতিযোগির অংশগ্রহণ করায় সিলমোহর দিল কমিটি?

[আরও পড়ুন: তাঁর বিরুদ্ধে ইডি হানার প্রস্তুতি চলছে, বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement