Advertisement
Advertisement
Paris Olympics 2024

আশা জাগিয়েও বারবার হাতছাড়া পদক, ৩৬ বছরের খরা কাটানোর অভিযানে দীপিকা-অঙ্কিতারা

অলিম্পিকে প্রথম পদকের খোঁজে ভারতের মহিলা তিরন্দাজি দল।

Paris Olympics 2024: Indian women archery team in hunt for first Olympic medal

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 28, 2024 1:23 pm
  • Updated:July 28, 2024 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্রিশ বছরের অধরা স্বপ্ন কি এবার সত‌্যি হবে? সেকথা সময়ই বলবে। তবে ভারতীয় তিরন্দাজদের সামনে সুযোগ রয়েছে অনন‌্য নজির গড়ার। অলিম্পিকে তিরন্দাজি অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভারত কখনও পদকের স্বাদ পায়নি। প‌্যারিস অলিম্পিকে র‌্যাঙ্কিং রাউন্ডে ভালো পারফর্ম করেছেন ভারতের পুরুষ এবং মহিলা তিরন্দাজরা। ইতিমধ‌্যেই তাঁরা টিম ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। আর মাত্র দু’টো ধাপ পার হতে পারলেই পদক নিশ্চিত।

ইতিহাস বলছে, ভারতীয় তিরন্দাজি দল কখনও অলিম্পিকে (Paris Olympics 2024) কোয়ার্টার ফাইনালে বাধা টপকাতে পারেনি। বেশিরভাগ সময়ই তারা পরাস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার কাছে। কিন্তু এবার ভারতের পুরুষ দল ফাইনালের আগে দক্ষিণ কোরিয়ার সামনে পড়ছে না। তবে মহিলা দল অবশ‌্য এড়াতে পারছে না দক্ষিণ কোরিয়াকে। সব ঠিকঠাক চললে, সেমিফাইনালেই তাদের মুখোমুখি হতে হবে পুরনো শত্রুর বিরুদ্ধে।

Advertisement

[আরও পড়ুন: প্যারিস অলিম্পিকে শোকের ছায়া, গেমস ভিলেজে মৃত্যু বক্সিং কোচের

ভারতের মহিলা দল (Indian Women’s Archery Team) রবিবার কোয়ার্টার ফাইনালের যুদ্ধে নামছে। তাদের প্রতিপক্ষ হতে পারে নেদারল‌্যান্ডস অথবা ফ্রান্স। মনে করা হচ্ছে, ফ্রান্সই সম্ভবত কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলাদের প্রতিপক্ষ হতে পারে। অঙ্কিতা ভকত, ভজন কউর এবং দীপিকা কুমারীদের নিয়ে তৈরি ভারতীয় দল পারফরম‌্যান্সের বিচারে ফ্রান্সের তুলনায় কিছুটা হলেও এগিয়ে থাকবে। ভারতীয় মহিলা দলের সবথেকে অভিজ্ঞ তিরন্দাজ হলেন দীপিকা। তিনি এবার ‘ফিনিশার’-এর ভূমিকায় থাকবেন।

চলতি বছরে দীপিকা সাংহাই বিশ্বকাপে রুপো জিতেছেন। যা তাঁর আত্মবিশ্বাস অবশ‌্যই বাড়াবে। তবে সদ‌্যই মাতৃত্বের স্বাদ পাওয়া দীপিকা যেভাবে ১৮ মাসের মধ‌্যে আন্তর্জাতিক সার্কিটে প্রত‌্যার্তন করেছেন তা সত‌্যিই অবিশ্বাস‌্য। যদি দীপিকারা একটা দল হিসাবে পারফর্ম করতে পারেন, তা হলে পদক না জেতার কোনও কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনাল-যুদ্ধে টিম ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে নিয়ে সতর্ক হরমনপ্রীতরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement