Advertisement
Advertisement
Ashwini Ponnappa

কোচ-খেলোয়াড়ের মধ্যে সংঘাত তুঙ্গে, প্রকাশ পাড়ুকোনকে তীব্র আক্রমণ পোনাপ্পার

কী বললেন পোনাপ্পা?

Paris Olympics 2024: Ashwini Ponnappa gave sharp reply to Prakash Padukone's criticism

প্রকাশ পাড়ুকোনকে তীব্র আক্রমণ পোনাপ্পার।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 6, 2024 4:40 pm
  • Updated:August 6, 2024 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছরে প্রথমবার অলিম্পিক থেকে ব্যাডমিন্টনে পদকহীন থেকেছে ভারত। তার পরেই ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের তোপ দেগেছেন কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন (Prakash Padukone)। তিনি বলেছেন, “আমি হতাশ ব্যাডমিন্টন থেকে পদক না আসায়। আমরা ৩টি পদকের জন্য লড়েছিলাম। অন্তত একটা পদক এলেও খুশি হতাম। কিন্তু এটাও বলতে হবে এই সরকার, সাই, টিওপি এবং ফেডারেশন তাদের কাজ দায়িত্ব সহকারে করেছে। ক্রীড়ামন্ত্রক ও বর্তমান সরকার যেভাবে সাহায্য করেছে, তার চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। এখন প্লেয়ারদের উচিত দায়িত্ব নেওয়া।” 

[আরও পড়ুন:  লক্ষ্যদের ‘দায়িত্ববোধ’ নিয়ে প্রশ্ন প্রকাশ পাড়ুকোনের, ‘পদকহীন’ অ্যাথলিটদের পাশে বিন্দ্রা]

প্রকাশ পাড়ুকোনের এই সমালোচনায় অসন্তুষ্ট মহিলা ব্যাডমিন্টন তারকা অশ্বিনী পোনাপ্পা (Ashwini Ponnappa)। তীব্র আক্রমণ করেছেন পাড়ুকোনকে। ইনস্টাগ্রাম স্টোরিতে পোনাপ্পা লিখেছেন, ”এটা দেখে অত্যন্ত খারাপ লেগেছে। হতাশাজনকও বটে। প্লেয়ার জিতলে সবাই কৃতিত্ব নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন। আর প্লেয়ার হেরে গেলে সব দোষ পড়ে প্লেয়ারদের উপরে।”
পদক হাতছাড়া হওয়ায় ব্যাডমিন্টন প্লেয়ার এবং কোচের মধ্যে প্রকাশ্যে শুরু হয়েছে কাদা ছোঁড়াছুড়ি। কোচের দিকে আঙুল তুলেছেন পোনাপ্পা, ”প্রস্তুতি ঠিকঠাক না হওয়ার জন্য কোচ কেন দায়বদ্ধ থাকবেন না? খেলোয়াড়দের কেন তৈরি করবেন না কোচ? জয়ের কৃতিত্ব সবার আগে তো নেন কোচই। তাহলে খেলোয়াড়দের হারের জন্য দোষের ভাগীদার কেন হবেন না কোচরা? দিনের শেষে জয়ীরা যেমন কৃতিত্ব ভাগ করে নেয়, তেমনই হারেরও দায় নিতে হবে দলকেই। হঠাৎ করেই প্লেয়ারদের দোষারোপ করা এবং তাদের সমালোচনার মুখে ঠেলে দেওয়া ঠিক নয়।”

Advertisement

[আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশে সমস্যা ক্রিকেটেও, পিছিয়ে গেল মুশফিকুরদের পাকিস্তান সফর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement