Advertisement
Advertisement
Novak Djokovic

রেকর্ড গড়ে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয় নোভাকের, প্রয়াত বন্ধুর স্মৃতিতে বিশেষ সেলিব্রেশন

যুক্তরাষ্ট্র ওপেন জিতে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম নোভাক জকোভিচের ঝুলিতে।

Novak Djokovic wins record 24th Grand Slam title in US Open, highest of all time | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 11, 2023 8:56 am
  • Updated:September 11, 2023 9:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। রবিবার যুক্তরাষ্ট্র ওপেনের (US Open) ফাইনালে স্ট্রেট সেটে ড্যানিল মেদভেদেভকে হারালেন সার্বিয়ান তারকা। সর্বকালের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়ে বিশেষ সম্মান জানালেন প্রয়াত বন্ধু কোবি ব্রায়ান্টকেও। পুরস্কার নেওয়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ‘জোকার’ মেজাজেই ধরা দিলেন টেনিস তারকা। ফাইনাল ম্যাচে হারিয়ে দেওয়ার জন্য রুশ প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষমা চাইলেন জকোভিচ। 

২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি খেতাব জয়ের নজির ছিল সার্বিয়ান তারকার। রবিবার রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির ছুঁলেন তিনি। মহিলা টেনিসের কিংবদন্তি মার্গারেট কোর্টের সমসংখ্যক খেতাব এখন জকোভিচের ঝুলিতে। ২০২১ সালে এই মেদভেদেভের কাছে যুক্তরাষ্ট্র ওপেন হারতে হয়েছিল সার্বিয়ান তারকাকে। রবিবার তাঁকেই স্ট্রেট সেটে হারিয়ে মধুর প্রতিশোধও পূরণ করলেন টেনিস সার্কিটের জোকার।  

Advertisement

[আরও পড়ুন: মহারণের মধ্যেই মিষ্টি বন্ধুত্ব! বুমরাহের সদ্যোজ্যাতকে বিশেষ উপহার দিলেন ‘কাকু’ শাহিন, দেখুন ভাইরাল ভিডিও]

ম্যাচের শুরু থেকেই বিশ্বে দ্বিতীয় ও তৃতীয় টেনিস তারকার মধ্যে লম্বা র‍্যালির লড়াই চলতে থাকে। তবে প্রথম সেটেই জোকার বুঝিয়ে দেন, নিঁখুত টেনিস খেলবেন তিনি। ৬-৩ ফলে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটে টাইব্রেকারে গড়ালেও মাথা ঠাণ্ডা রেখেই সেটের দখল নেন জোকার। নির্ণায়ক সেটেও লড়াই করে হারেন মেদভেদেভ। ১ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে একাধিকবার ক্লান্ত হয়ে পড়েন জোকার। তবে ম্যাচের শেষ হাসি হাসলেন তিনিই।

ম্যাচ জিতে উঠে বিশেষ টি-শার্ট পরে সেলিব্রেশন শুরু করেন জকোভিচ। প্রয়াত বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টের ছবি দেওয়া টি-শার্ট পরেন তিনি। প্রসঙ্গত, কোবিও ২৪ নম্বর জার্সি পরে খেলতেন। নোভাকের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বও ছিল তাঁর। তাই ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিত প্রিয় বন্ধুর জার্সি নম্বর নিয়েই সেলিব্রেট করলেন নোভাক। 

[আরও পড়ুন: ‘একটাও খারাপ বল ছাড়েনি’, জোড়া নজির গড়ে শাস্ত্রীর প্রশংসা পেলেন রোহিত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement