Advertisement
Advertisement

Breaking News

Novak Djokovic

অস্ট্রেলীয় ওপেনে স্বমেজাজে জকোভিচ, প্রতিপক্ষকে উড়িয়ে অভিযান শুরু

ম্যাচ জিতে টেনিস ইতিহাসে নয়া নজিরের মালিক জোকার।

Novak Djokovic wins first match of Australian Open 2024 | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:January 14, 2024 6:03 pm
  • Updated:January 14, 2024 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর পালটায়। কিন্তু অস্ট্রেলীয় ওপেনের (Australian Open) সঙ্গে নোভাক জকোভিচের মধুর সম্পর্কে কোনও বদল হয় না। ২০২৪ সালের অস্ট্রেলীয় ওপেনের শুরুটাও একেবারে রাজকীয় মেজাজেই শুরু করলেন সার্বিয়ান মহাতারকা। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়বেন জোকার, যদি এবার মেলবোর্ন থেকে ট্রফি জিততে পারেন। সেই অভিযানের প্রথম ম্যাচে ডি প্রিজমিচকে চার সেটের লড়াইয়ে হারিয়ে দিলেন জকোভিচ (Novak Djokovic)। 

প্রিয় টুর্নামেন্টে নামার আগেই চোটের সমস্যায় ভুগছিলেন সার্বিয়ান টেনিস তারকা। অস্ট্রেলীয় ওপেনে নামতে পারবেন কিনা, উঠেছিল সেই প্রশ্নও। তবে কোর্টে একেবারে স্বমেজাজে ধরা দিলেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক। বুঝিয়ে দিলেন, পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম তাঁর ঝুলিতে থাকলেও ট্রফি জয়ের খিদে এখনও কমেনি। বরং আরও নজির গড়ার জন্যই মুখিয়ে রয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: অলরাউন্ড পারফরম্যান্স করে দাপট দেখাচ্ছেন শামির ভাই কাইফ, বাংলার কাঁটা নীতীশ]

এটিপি র‍্যাঙ্কিংয়ে ১৭৮ নম্বরে থাকা ডিনো প্রিজমিচের বিরুদ্ধে এদিন খেলতে নেমেছিলেন জোকার। তবে টিনএজার প্রতিপক্ষের বিরুদ্ধে মাঝে মাঝেই চাপে পড়েছেন। প্রথম সেট কিছুটা সহজে জিতলেও দ্বিতীয় সেটে দাঁত কামড়ে লড়তে থাকেন তরুণ প্রিজমিচ। শেষ পর্যন্ত টাইব্রেকার পর্যন্ত লড়ে দ্বিতীয় সেট ছিনিয়ে নেন জোকারের হাত থেকে। হাড্ডাহাড্ডি লড়াই হয় চতুর্থ সেটেও। সবশেষে চার সেটের লড়াইয়ে ৬-২, ৬(৫)-৭(৭), ৬-৩, ৬-৪ ফল ম্যাচ জিতে নেন জোকার।

এদিনের ম্যাচ জিতে আরও এক অভিনব নজিরের মালিক হন সার্বিয়ান মহাতারকা। এদিন অস্ট্রেলীয় ওপেনে নিজের ৯০তম ম্যাচ জিতেছেন তিনি। টেনিসের ওপেন যুগের একমাত্র খেলোয়াড় হিসাবে তিনটি গ্র্যান্ড স্ল্যামে ৯০ বা তার বেশি ম্যাচ জেতার নজির এখন নোভাক জকোভিচের দখলে।

[আরও পড়ুন: ওয়ানডে আর টি-২০ ফরম্যাটে খেলার যোগ্য নন অশ্বিন! বিস্ফোরক যুবরাজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement