Advertisement
Advertisement

Breaking News

Novak Djokovic

বিরাটের সঙ্গে খেলতে মুখিয়ে জকোভিচ, সোশাল মিডিয়ায় ইচ্ছার কথা জানালেন টেনিস তারকা

অস্ট্রেলিয়ান ওপেনের জন্য জোকারকে শুভেচ্ছা জানিয়েছেন কোহলি।

Novak Djokovic thanks Virat Kohli for Australian Open wishes । Sangbad Pratidin

জোকার ও কোহলি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 15, 2024 3:27 pm
  • Updated:January 15, 2024 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) যদি ক্রিকেটের ম্যাজিশিয়ান হন, নোভাক জকোভিচ (Novak Djokovic) তাহলে র‌্যাকেট হাতে আরেক জাদুকর। দুই পৃথিবীর মেসেজ বিনিময় হয়, শুভেচ্ছা বিনিময় হয়। এতদিন তা গোপন থাকলেও এখন তা সামনে এসেছে। অস্ট্রেলিয়ান ওপেনের জন্য জোকারকে একবুক ভালোবাসা জানালেন কোহলি। প্রত্যুত্তরে কোহলিকে সার্বিয়ান তারকা জানিয়েছেন, কোহলির সঙ্গে খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন।
ক্রিকেটের কিংবদন্তি ও টেনিসের মহাতারকার মধ্যে বন্ধুত্ব চোখে পড়ার মতোই। কোহলি বলেছেন, ”ইনস্টাগ্রামে নোভাকের প্রোফাইল দেখে মনে হয়েছিল সরসারি বার্তা পাঠিয়ে ওকে হ্যালো বলি। তখন দেখি আমাকেই অনেক আগে সরাসরি মেসেজ করে রেখেছে জকোভিচ। আমি কোনওদিনই সেই মেসেজ দেখিনি। ভেবেছিলাম ওর অ্যাকাউন্ট বোধহয় ফেক। ওর কাছ থেকে এমন মেসেজ দেখার পরে আমি ভালো করে ওর প্রোফাইল ঘেঁটে দেখি। তখন দেখলাম ওর প্রোফাইল ঠিকঠাই। ভুয়ো অ্যাকাউন্ট নয়। তার পর থেকেই আমাদের সঙ্গে কথাবার্তা হত। একে অপরের সঙ্গে কথা বলতাম। ওর দুর্দান্ত সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছি।” 

 

Advertisement

[আরও পড়ুন: এবার ডিপফেকের শিকার শচীন, ‘অত্যন্ত বিরক্তিকর’, ভুয়ো ভিডিও দেখে গর্জে উঠলেন কিংবদন্তি]

অস্ট্রেলিয়ান ওপেনের জন্য জোকারকে একরাশ শুভেচ্ছা জানিয়ে রেখেছেন কোহলি। তিনি বলেন, ”অস্ট্রেলিয়ান ওপেনের জন্য শুভেচ্ছা জানাই জকোভিচকে। এই বড় ইভেন্টের জন্য তুমি কতটা তৈরি এবং উত্তেজিত আমি জানি। নোভাক জকোভিচকে ঠিক যেমন দেখেছি, একইরকম দেখব বলেই আশা রাখি। আশা করি দারুণ একটা টুর্নামেন্ট যাবে তোমার।” 
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে পোস্ট করা একটি ভিডিও শেয়ার করে নোভাক জকোভিচ ভারতীয় ক্রিকেট তারকা কোহলিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন, ”ধন্যবাদ কোহলি। সেই দিনটার দিকে তাকিয়ে রয়েছি, যেদিন আমরা একসঙ্গে খেলব।” জোকারের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে কোহলি বিস্তারিত ভাবে বলেছেন
বোর্ডের পোস্ট করা ভিডিওয়। যা শোনার পরই জোকার পালটা ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহলিকে। 

[আরও পড়ুন: বিরাটকে ছাড়াই টি-২০ বিশ্বকাপের দল গঠন?, বড় মন্তব্য করে দিলেন প্রাক্তন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement