Advertisement
Advertisement

Breaking News

Novak Djokovic

যুক্তরাষ্ট্র ওপেনে বড় অঘটন, তৃতীয় রাউন্ডে দৌড় শেষ জকোভিচের

কেরিয়ারের সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার পোপিরিনের।

Novak Djokovic ousted from US open, stunning victory of Alexei Popyrin

হতাশ জকোভিচ।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 31, 2024 9:48 am
  • Updated:August 31, 2024 10:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ওপেনে বড় অঘটন। অস্ট্রেলিয়ার খেলোয়াড় অ্যালেক্সেই পোপিরিনের কাছে হার মানলেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। অ্যালেক্সেই দাপট রেখে ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪-এ পরাস্ত করলেন জোকারকে। কেরিয়ারে এটাই অ্যালেক্সেইয়ের সবচেয়ে বড় জয়। 
এবারের যুক্তরাষ্ট্র ওপেন অঘটনের। দ্বিতীয় রাউন্ডে হেরে আগেই বিদায় নিয়েছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। এদিন ছিটকে যেতে হল জকোভিচকে। তবে সার্বিয়ান তারকার হারের পিছনে কিছুটা হলেও তিনি নিজেই দায়ী। ১৪ টি ডাবল ফল্ট করেছেন জোকার। এর আগে কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে এতগুলো ডাবল ফল্ট করেননি তিনি। এদিন জকোভিচকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার পরে পোপিরিনকে বলতে শোনা গিয়েছে, ”অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে আমাদের মধ্যে দেখা হয়েছে আগে। ওই ম্যাচগুলোয় আমারও জেতার সম্ভাবনা ছিল। কিন্তু আমি পারিনি। আজকের ম্যাচ বাকিগুলোর থেকে আলাদা ছিল। আমি সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছি।”  

[আরও পড়ুন: Exclusive: কালনা-কন্যার বিরল কীর্তি, সাফল্যের মুকুটে নতুন পালক]

পোপিরিন আরও বলেন, ”এই জয় এককথায় অবিশ্বাস্য। আমার কেরিয়ারে এর আগে তৃতীয় রাউন্ডে আমি অন্তত ১৫-বার উঠেছি। কিন্তু একবারও তৃতীয় রাউন্ডের বাধা টপকে চতুর্থ রাউন্ডে পৌঁছতে পারিনি। সর্বকালের অন্যতম সেরাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছনোর অনুভূতিই অন্যরকম। কঠিন পরিশ্রমের ফল পেলাম অবশেষে।” 
প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকে টেনিস থেকে সোনা জয় কি নিঃশেষ করে দিয়েছে সার্বিয়ান গ্রেটকে? ? যুক্তরাষ্ট্র ওপেন থেকে ছিটকে যাওয়ার পরে জকোভিচকে বলতে শোনা গিয়েছে, ”অবশ্যই তার প্রভাব পড়েছে। সোনা জয়ের জন্য আমি অনেক এনার্জি ক্ষয় করেছি। নিউ ইয়র্কে যখন পৌঁছালাম তখন মোটেও সতেজ ছিলাম না। আমি নিজের সেরাটা দিয়েছি। শারীরিক কোনও সমস্যা ছিল না। তবে মনে হচ্ছিল আমার সমস্ত সঞ্চিত ক্ষমতা নিঃশেষিত হয়ে গিয়েছে। প্রথম ম্যাচ থেকেই নিজের সেরা ছন্দ খুঁজে পাচ্ছিলাম না।” তবে জোকার চিরকালের যোদ্ধা। পরের টুর্নামেন্টে অন্য এক জকোভিচকে দেখা যাবে বলেই প্রতিশ্রুতি দিলেন সার্বিয়ান গ্রেট। 

Advertisement

[আরও পড়ুন: গুরু মানেন অভিনব বিন্দ্রাকে, পর পর দুই প্যারালিম্পিকে সোনা জিতে নয়া ইতিহাস অবনীর]

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement