স্বৈরাচারী আলেকজান্ডার ভুসিকের সাথে জকোভিচের সাক্ষাতকে দেশের অনেকে খোলা মনে মেনে নিতে পারছেন না। দেশবাসীর কাছে জকোভিচ হলেন একজন আইকন, নায়ক হিসেবে বিবেচিত হন। এপ্রিলে নির্বাচন। তাই অনেকে মনে করছেন ভুসিক নির্বাচনকে সামনে রেখে জকোভিচের সাথে দেখা করার মতলব এঁটেছেন। পশ্চিমি সংবাদ মাধ্যম ইতিমধ্যে জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ঢোকার জন্য একটা জাল কোভিড
টিকাকরণের সার্টিফিকেট জমা দিয়েছিলেন নোভাক। যেহেতু তাঁর কোভিড হয়েছিল তাই আলাদা করে আর টিকা নেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু অস্ট্রেলিয়া সরকার নোভাকের এই তত্ত্ব মানতে পারেনি। তাই তারা নোভাকের ভিসা বাতিল করে দেয়।
সেই সঙ্গে নোভাককে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, অস্ট্রেলিয়া ছেড়ে চলে যেতে। জকোভিচের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল এবার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। আসন্ন ফরাসি ও উইম্বলডনে রাফায়েল নাদাল ও রজার ফেডেরারকে পরাজিত করবেন নোভাক–এমনই মনে করছেন আলেকজান্ডার ভুসিক। তবে এই দু’টি গ্র্যান্ড স্লামেও নোভাক খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ তুঙ্গে। কারণ এই দু’টি গ্র্যান্ড স্লামের সংগঠকরা জানিয়ে দিয়েছে, টীকা না নিলে জকোভিচকে সেই দেশে ঢুকতে দেওয়া হবে না।