ফেডেরার ও নীরজ। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন সত্যি হল ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার (Neeraj Chopra)। টেনিস তারকা রজার ফেডেরারের (Roger Federer) সঙ্গে জুরিখে সাক্ষাৎ হল তাঁর। কিংবদন্তি টেনিস তারকার ভক্ত নীরজ। ফেডেরারের মতো তারকাকে সামনে থেকে দেখে এবং তাঁর সঙ্গে কথা বলার পরে নীরজ চোপড়া অভিভূত। ফেডেরারের ভদ্রতা ছুঁয়ে গিয়েছে নীরজকে। টেনিস কিংবদন্তির সামনে কেউই সঙ্কুচিত হয়ে থাকেন না। ফেডেরার সবাইকে আপন করে নিতে পারেন। তার ফলে বন্ধুর মতো সবাই ফেডেরারের সঙ্গে মিশতে পারেন।
জুরিখে রজার ফেডেরারের সঙ্গে সাক্ষাতের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন নীরজ। এ যেন নীরজের কাছে ফ্যান বয় মুহূর্ত। রজার ফেডেরারও ভারতের সোনার ছেলের প্রশংসা না করে পারেননি। চারিত্রিক দৃঢ়তা ও সংকল্পই নীরজকে চ্যাম্পিয়ন হওয়ার পথে নিয়ে গিয়েছে বলে মনে করেন ফেডেরার।
নীরজ চোপড়া সোশাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, ফেডেরারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া র্যাকেট হাতে নিয়ে রয়েছেন নীরজ চোপড়া। অন্যদিকে নীরজ ভারতের জার্সি তুলে দিয়েছেন কিংবদন্তি টেনিস তারকার হাতে। সোশাল মিডিয়ায় নীরজ চোপড়া লিখেছেন, ”স্পোর্টিং আইকনের সঙ্গে সাক্ষাৎ করা রীতিমতো সম্মানের ব্যাপার। ফেডেরারের কেরিয়ার এবং ফেডেরার স্বয়ং মানুষের প্রেরণার কারণ। আপনার সঙ্গে কথা বলার অভিজ্ঞতা দারুণ। আশা রাখি আগামিদিনে আবার দেখা হবে।”
View this post on Instagram
নীরজ চোপড়া আরও বলেন, ”জুরিখে রজার ফেডারের সঙ্গে সাক্ষাৎ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমি সবসময়ে ওর দক্ষতাকে শ্রদ্ধা জানিয়ে এসেছি। ওর স্পোর্টসম্যানশিপ এবং ক্ষমতা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা জোগাবে। ফেডেরারের ভদ্রতা এবং খুব সহজে সবার সঙ্গে মেশার ক্ষমতা আমাকে অভিভূত করেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.