ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। জানুয়ারিতে হিমানি মোরের সঙ্গে তাঁর জীবনের নয়া অধ্যায় শুরু হয়। বিরতির পর ফের তাঁকে অনুশীলনে দেখা গিয়েছে। ভারতীয় এই জ্যাভলিন তারকা আগামী ইভেন্টগুলির জন্য নিজেকে ঝালিয়ে নিতে চাইছেন।
সম্প্রতি তিনি তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন। রানওয়েতে হালকা রান-আপের সঙ্গে জ্যাভলিন ছুড়তে দেখা যায় তাঁকে। তিনি আপাতত দক্ষিণ আফ্রিকার পটচেফস্ট্রুমের নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুশীলন করছেন।
Training throw. pic.twitter.com/wX50zV8Me2
— Neeraj Chopra (@Neeraj_chopra1) March 21, 2025
নীরজ সম্প্রতি জ্যান জেলেজনিকে কোচ হিসেবে নিয়োগ করেছেন। জেলেজনি একজন কিংবদন্তি। তিনি জ্যাভলিন থ্রোতে বিশ্ব এবং অলিম্পিক চ্যাম্পিয়ন। জার্মানিতে ৯৮.৪৮ মিটার জ্যাভলিন ছুড়ে বিশ্বরেকর্ডও গড়েছিলেন তিনি।
জেলেজনিকে বলা হয় আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ জ্যাভলিন থ্রোয়ার। তিনি ১৯৯২ সালে বার্সেলোনা, ১৯৯৬ সালে আটলান্টা এবং ২০০০ সালের সিডনি অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। ৫৮ বছর বয়সি জেলেজন টোকিওয় রুপোর পদক জয়ী চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাদলেচের প্রাক্তন কোচ। ব্রোঞ্জজয়ী ভিতেজস্লাভ ভেসেলিকেও কোচিং করিয়েছেন। তিনি দু’বারের অলিম্পিক এবং তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন বারবোরা স্পোটাকোভারও কোচ ছিলেন।
নীরজের দীর্ঘদিনের কোচ ক্লাউস বার্টোনিয়েজ বয়স এবং পারিবারিক ব্যস্ততার কারণে অবসর নিয়েছেন। প্যারিস অলিম্পিকে রুপো জয়ী নীরজের লক্ষ্য থাকবে পরবর্তী অলিম্পিকের আগে আরও দূরে জ্যাভলিন ছোড়া। কোচ জেলেজন এই ব্যাপারে বড় ভূমিকা নিতে চলেছেন বলে মনে করছেন অনেকেই। নতুন কোচের অধীনে নিজেকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য থাকবে তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.