ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বন্ধু’ আরশাদ নাদিমকে (Arshad Nadeem) আমন্ত্রণ জানিয়ে প্রবল বিতর্কের মধ্যে পড়েছিলেন। তাঁর পরিবারকেও কটু কথা শোনাতে ছাড়েনি নেটদুনিয়া। এহেন পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। স্পষ্ট জানিয়ে দিলেন, দেশের স্বার্থ সবার আগে। তাই নিজের নামাঙ্কিত প্রতিযোগিতায় পাক প্রতিযোগী অংশ নেবেন, এমনটা মোটেই ভাবেন না তিনি।
জেএসডব্লিউ স্পোর্টসের সহযোগিতায় চলতি বছর ২৪ মে শুরু হতে চলেছে ‘নীরজ চোপড়া ক্লাসিক’ (Neeraj Chopra Classic)। এই জ্যাভলিন টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য নীরজ আমন্ত্রণ জানিয়েছিলেন প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে। যদিও তখন জানা যায়নি তিনি ভারতে আসবেন কিনা। এরমধ্যে পহেলগাঁওয়ে ঘটে গিয়েছে নারকীয় সন্ত্রাসী হামলা। এমন পরিস্থিতিতে এবার নীরজকে ভারতে আসার ব্যাপারে সরাসরি ‘না’ বলেছেন নাদিম।
তারপরেই বন্ধু আরশাদকে আমন্ত্রণ জানানো নিয়ে সরব হয়েছেন ভারতের সোনার ছেলে। শুক্রবার দীর্ঘ বিবৃতি জারি করে তিনি বলেন, ‘আমি খুব কম কথার মানুষ। তবে তার মানে এই নয় যে আমি যেটা ভুল মনে করি তার বিরুদ্ধে কিছু বলব না। দেশের প্রতি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠছে। আমার পরিবারকে নিয়ে কটুক্তি করা হচ্ছে। আরশাদ নাদিমকে ‘নীরজ চোপড়া ক্লাসিক’ টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো নিয়েও বহু কথা শুনেছি, যার অধিকাংশই খুব খারাপ। আমার পরিবারকেও টেনে আনা হয়েছে এর মধ্যে।’
অলিম্পিকে জোড়া পদকজয়ী আরও বলেছেন, একজন খেলোয়াড় হিসাবে আরেক খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। ভারতে মাটিতে যেন সেরা তারকারা খেলতে পারেন, এমনটাই উদ্দেশ্য ছিল নীরজের। পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) দু’দিন আগেই আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল সকলকে। নীরজ বলছেন, ‘গত ৪৮ ঘণ্টায় যা হয়েছে, তারপর আরশাদের ভারতে আসার কোনও প্রশ্নই নেই। কারণ দেশের স্বার্থই সকলের আগে। গোটা দেশের মতোই আমিও দুঃখিত। তবে আমি এত বছর ধরে দেশকে গর্বিত করেছি। আজ আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠছে সেটা দেখে কষ্ট হচ্ছে। আমার মায়ের একটা সামান্য কথা গত বছর খুব প্রশংসিত হয়েছিল, কিন্তু আজ সেই কথাকে হাতিয়ার করেই মা’কে নিশানা করা হচ্ছে।’ কী করে এত রং বদলান? প্রশ্ন নীরজের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.