ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতের নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন তিনি। গড়লেন একাধিক ইতিহাস। নীরজের (Neeraj Chopra) হাত ধরেই অলিম্পিকের ইতিহাসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা তথা প্রথম পদক জিতল ভারত। শুধু তাই নয়, অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন নীরজ। এর আগে ১৩ বছর আগে বেজিং অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন অভিনব।
জ্যাভলিন কোয়ালিফিকেশনে অবিশ্বাস্য ভাবে প্রথম থ্রোয়েই ফাইনালে উঠে গিয়েছিলেন। এক নম্বরে থেকে। ৮৬.৫৯ মিটার দূরত্ব পার করেছিলেন নীরজ। আর এদিন প্রথম থ্রোয়েই ৮৭.০৯ মিটার দূরত্ব পার করেন ভারতীয় এই অ্যাথলিট। দ্বিতীয় থ্রোয়ে মারেন ৮৭.৫৮ মিটার। তৃতীয় থ্রোয়ে মারেন ৭৬.৭৯। কিন্তু দ্বিতীয় থ্রোতেই একবারে এক নম্বর আসনে পৌঁছে যান নীরজ। এরপর চতুর্থ এবং পঞ্চমবার ফাউল থ্রো করেন তিনি। ষষ্ঠ থ্রোয়ে মারেন ৮৪.২৪ মিটার।
[আরও পড়ুন: ২ বছরের চুক্তিতে PSG-তেই যাচ্ছেন Messi! অভ্যর্থনা জানাতে সেজে উঠছে আইফেল টাওয়ার]
এবার অলিম্পিকে ভারতকে প্রথম পদকটি এনে দেন মীরাবাই চানু। ভারত্তোলনে রুপো জেতেন মণিপুরের কন্যা। এরপর ব্যাডমিন্টনে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও দেশকে ব্রোঞ্জ এনে দেন শাটলার পিভি সিন্ধু। একইভাবে অসমের বক্সার লভলিনা বরগোঁহাই নিজের ইভেন্টে ব্রোঞ্জ পদক পান। এরপর ভারতীয় হকি দল জার্মানিকে হারিয়ে ৪১ বছর পর অলিম্পিকে পদক জয় করে। ব্রোঞ্জ পদক জিতে ইতিহাসের পাতায় নাম তোলেন শ্রীজেশরা। পরবর্তীতে সেই তালিকায় নাম তোলেন রবি কুমার দাহিয়া। কুস্তিতে নিজের ইভেন্টে সোনা নয়, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। এরপর ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে ব্রোঞ্জ জেতেন কুস্তিগির বজরং পুনিয়া। আর এদিন নীরজ জ্যাভলিনে সোনা জিতে রেকর্ড গড়লেন। সেই সঙ্গে অলিম্পিকে সপ্তম পদক এনে দিলেন ভারতকে। আর এর ফলে অলিম্পিকে পদক জয়ের সংখ্যার ক্ষেত্রে লন্ডন অলিম্পিককেও টপকে গিয়ে সর্বকালের সেরা পারফরম্যান্সও করল ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.