সংবাদ প্রতিদিন ব্যুরো: আমাদের অ্যাথলিটরা বিচারের আশায় রাস্তায় বসে রয়েছেন, সেটা দেখে কষ্ট হচ্ছে। প্রত্যেক মানুষকে সুরক্ষিত রাখাটা দেশবাসী হিসাবে আমাদের কর্তব্য- এমনটাই বার্তা দিলেন অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)। গত রবিবার থেকে কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে ধরনায় বসেছেন দেশের প্রথম সারির কুস্তিগিররা (Indian Wrestlers)। ইতিমধ্যেই তাঁদের সমর্থনে মুখ খুলেছিলেন ব্যক্তিগত বিভাগে ভারতের প্রথম সোনাজয়ী অভিনব বিন্দ্রা (Abhinav Bindra)। এবার মুখ খুললেন নীরজও।
শুক্রবার টুইট করে নীরজ লেখেন, “আমাদের অ্যাথলিটদের যেভাবে বিচার চাইতে হচ্ছে সেটা দেখে খুব কষ্ট হচ্ছে। অনেক পরিশ্রম করে আমাদের দেশকে বিশ্বের দরবারে গর্বিত করেছেন তাঁরা। তাই দেশবাসী হিসাবে আমাদের উচিত তাঁদের প্রত্যেকের মর্যাদা রক্ষা করে সুরক্ষিত রাখা। অ্যাথলিট হোন বা সাধারণ মানুষ, প্রত্যেকের মর্যাদা অক্ষুণ্ণ রাখা দরকার।”
— Neeraj Chopra (@Neeraj_chopra1) April 28, 2023
এরপরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করতে অনুরোধ জানান ভারতের সোনার ছেলে। টুইটে তিনি লেখেন, “এখন যা হচ্ছে, সেটা কখনই হওয়া উচিত ছিল না। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করতে হবে। কর্তৃপক্ষের উচিত এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া। অ্যাথলিটদের সুবিচার দিতে হবে।” ইনস্টাগ্রামে প্রতিবাদী কুস্তিগিরদের ছবি পোস্ট করে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব লেখেন, “ওরা কি কোনওদিন বিচার পাবেন?”
প্রসঙ্গত, বুধবারেই আন্দোলনরত কুস্তিগিরদের সমর্থনে সরব হয়েছিলেন ভারতের আরেক সোনাজয়ী অভিনব বিন্দ্রা। টুইট করে বলেন, “অ্যাথলিটরা আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার জন্য কড়া পরিশ্রম করেন। সেখানে দেশের সেরা কুস্তিগিরদের সুবিচারের দাবিতে পথে নামতে দেখে খারাপ লাগছে। নির্যাতিতদের পাশে আছি। বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তি হওয়া প্রয়োজন।” তবে বিজেপির সঙ্গে যুক্ত খেলোয়াড়রা লাগাতার কুস্তিগিরদের আচরণের প্রতিবাদ করে চলেছেন। পিটি উষা সরাসরি অভিযোগ আনেন, আসলে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন কুস্তিগিররা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.