সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনার দৌড় অব্যাহত নীরজ চোপড়ার (Neeraj Chopra)। অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর এশিয়াডেও (Asian Games) সোনার পদক পেলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার। ২০১৮ সালের পর ২০২৩ সালেও সোনার পদক ঝুলল তাঁরই গলায়। যদিও নীরজের প্রথম থ্রো নিয়ে বিতর্ক শুরু হয়। নীরজের দুরন্ত থ্রো বাতিল করে দেন চিনা আয়োজকরা। তবে শেষ পর্যন্ত চিনের মাটি থেকে সোনা জিতে ফিরলেন নীরজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই ইভেন্ট থেকে রুপো জিতলেন ভারতের কিশোর জেনা। অন্যদিকে, ৪০০ মিটার রিলে রেসেও সোনা জিতেছে ভারতের পুরুষ দল।
বুধবার এশিয়ান গেমসের (Asian Games 2023) জ্যাভলিন থ্রো ফাইনালে নেমেছিলেন দুই ভারতীয়- নীরজ চোপড়া ও কিশোর জেনা। ২০১৮ সালে সোনা জয়ের পর এবারের প্রতিযোগিতাতেও নীরজকেই এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। প্রথম থ্রোতেই অসাধারণ দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে দেন ভারতের সোনার ছেলে। কিন্তু চিনা আয়োজকদের ব্যর্থতার কারণে নীরজের সেই থ্রোয়ের দূরত্ব মাপা যায়নি। নীরজের ওই থ্রো সটান বাতিল করে দেওয়া হয়। রিথ্রো করতে বলা হয় নীরজকে।
প্রথম থ্রোতে ধাক্কা খাওয়ার পর সেভাবে ভালো ছন্দে দেখা যায়নি নীরজকে। ৮৩ মিটারের কাছাকাছি থ্রো করে সোনা নিশ্চিত করে তিনি। তবে সকলকে চমকে দিয়ে এশিয়ান গেমসের ফাইনাল জমিয়ে দেন ভারতের কিশোর জেনা। নিজের তৃতীয় থ্রোয়ে ৮৭.৫৪ মিটার ছুঁড়ে নীরজকেও টপকে যান। নিজের কেরিয়ারে এটাই কিশোরের সেরা থ্রো। তবে চতুর্থ থ্রোয়ে এই মরশুমের সেরা থ্রো করেন নীরজ। ৮৮.৮৮ মিটার ছুঁড়ে সোনা জয় নিশ্চিত করেন তিনি।
অন্যদিকে, ভারতের ঝুলিতে আরও একটি সোনার পদক এল অ্যাথলেটিক্সের হাত ধরে। পুরুষদের ৪০০ মিটার রিলে রেসে সোনা জিতল মহম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জ্যাকব, মহম্মদ আজমল ভৈরাথোড়ি ও রাজেশ রমেশের দল। হিটে প্রথম হওয়ার পরে ফাইনালে ৩:০১:৫৮ সময়ে দৌড় শেষ করে সোনার পদক ছিনিয়ে নেন ভারতীয় পুরুষ দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.