Advertisement
Advertisement
জিমন্যাস্ট

ব্যাগ কাঁধে রাস্তাতেই জিমন্যাস্টিক, দুই পড়ুয়ার কসরতে তাজ্জব নেটদুনিয়া

ভাইরাল ভিডিও দেখে জিমন্যাস্ট নাদিয়া কোমানিচি প্রশংসা করেছেন তাদের।

Nadia Comaneci praises school kids performing gymnastics
Published by: Sayani Sen
  • Posted:August 31, 2019 11:41 am
  • Updated:August 31, 2019 12:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য শৈশব থেকে কৈশোরে পা রাখা দুই স্কুলপড়ুয়া। পরনে নীল-সাদা রঙের পোশাক। পিঠে বইয়ের ব্যাগ। প্রাণশক্তিতে ভরা দু’জনে। আচমকা কিশোর দিল এক দৌড়। তারপরই লাফ। শূন্যে পাক খেয়ে দিব্যি মাটিতে পা রাখল সে। তাকে দেখে উদ্বুদ্ধ স্কুলপড়ুয়া কিশোরীও। একইভাবে ডিগবাজি দিল সে। পরপর দু’টি ডিগবাজি দিয়ে মাটিতে পা রাখল সে। এতক্ষণ পর্যন্ত যা পড়লেন তা কিন্তু কোনও সিনেমার দৃশ্য নয়। বাস্তবে এমনই শারীরিক কসরত করে সকলকে তাক লাগিয়ে দিল দুই পড়ুয়া।

[আরও পড়ুন: নকল পায়ে বিশ্বজয়, সিন্ধুর সাফল্যের দিন সোনা জিতেও অন্ধকারে মানসী]

মাত্র ১৬ সেকেন্ডের এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। টুইটারে পাঁচ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। ছেলে-মেয়ে দু’টির কীর্তি দেখে মুগ্ধ নেটিজেনরা। ধন্য ধন্য করছেন সকলেই। তবে ভিডিওটি ঠিক কোথাকার, তা আপাত ভাবে বোঝা যায়নি। অলিম্পিকে পাঁচবার সোনাজয়ী জিমন্যাস্ট নাদিয়া কোমানিচিও প্রশংসা করেছেন তাদের। তিনি টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘দুর্দান্ত’। পরে কমেন্ট সেকশমেও ওই দুজনের প্রশংসা করেছেন তাদের।

Advertisement

নাদিয়া কোমানিচির পোস্ট করা সেই ভিডিও আবার রিটুইট করেছেন কিরেণ রিজিজু। তিনি লিখেছেন, “নাদিয়ার মতো ব্যক্তিত্বের এই ভিডিও শেয়ার করা অত্যন্ত গর্বের। বাচ্চাগুলির পরিচয় জানতে খুব ইচ্ছে করছে আমার।”



নাদিয়া এবং কিরেণ রিজিজুর মতো অন্যান্য নেটিজেনরা ওই স্কুলপড়ুয়াদের প্রশংসা করেছেন। নেটদুনিয়ায় হিরো হয়ে গিয়েছে দু’জনে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement