সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটা বর্ষাকাল। আরও একবার করুণ পরিস্থিতি বাণিজ্যনগরীর। প্রতিবারের মতো এবারও বাধ ভাঙল বর্ষার জল। বন্ধ হল রাস্তা-ঘাট। গাড়ির উপর আছড়ে পড়ল বিরাট গাছের গুড়ি। এককথায় ভয়ংকর অবস্থা মুম্বইয়ের। আর এর মধ্যে আর পাঁচজন সাধারণের মতোই হাল হল ভারতীয় দলের হকি তারকা যুবরাজ বাল্মিকীর। তাঁর ঘরেও ঢুকে পড়ল বৃষ্টির জল।
বুধবার টুইটারে নিজের দুরবস্থার দৃশ্য পোস্ট করেন ভারতীয় হকি দলের স্ট্রাইকার। ভিডিওতে দেখা যাচ্ছে, ঘর থেকে বৃষ্টির জল বের করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু কিছুতেই বেরচ্ছে না জমে থাকা জল। ২৮ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করে যুবরাজ লিখেছেন, “আমার বাড়িতে পুরো জলে ভাসছে। কেউ কি আমায় সাহায্য করতে পারবে। খুব সমস্যা হচ্ছে।” বৃহন্মুম্বই পুরনিগম (BMC), মহারাষ্ট্রের পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে- সকলকেই ট্যাগ করেন তিনি। তাঁর আরজিতে সাড়া দেয় BMC। খেলোয়াড়ের ঠিকানা চাওয়া হয়। আপাতত তিনি সমস্যা থেকে উদ্ধার হতে পারলেন কি না, তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।
Is there anyone who can help…my house is been floating..please help @mybmc @OfficeofUT @AUThackeray pic.twitter.com/HzEep65vTU
— Yuvraj Walmiki (@YWalmiki) August 5, 2020
২৪ ঘণ্টারও বেশি লাগাতার বৃষ্টিতে ভয়ংকর আকার ধারণ করেছে মুম্বই। জারি হয়েছে রেড অ্যালার্ট। টুইট করে সাধারণ মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন আদিত্য ঠাকরে। লিখেছেন, অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সকলে যেন বাড়িতেই থাকেন। এদিকে, ইতিমধ্যেই মুম্বই ভয়াবহ চেহারা নেওয়ার পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।
Requesting all to remain indoors. Mumbai is lashed with high velocity winds and extremely heavy rain as we all can witness. I request all, especially journalists trying to cover this to remain safe. Stay put wherever you are
— Aaditya Thackeray (@AUThackeray) August 5, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.