Advertisement
Advertisement

Breaking News

Sonarpur

পর্বতারোহণে ইতিহাস ভারতের, রহস্যময় গুপ্ত পর্বত জয় সোনারপুরের অভিযাত্রীদের

মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ ৬১৫৯ মিটার উঁচু পর্বতচূড়ায় পৌঁছে যান সোনারপুরের আরোহীর সদস্যরা।

Mountaineers from Sonarpur climbed Gupta Parvat at Pir Panjal Range
Published by: Sucheta Sengupta
  • Posted:June 25, 2024 5:30 pm
  • Updated:June 25, 2024 5:38 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পর্বত আরোহণের ইতিহাসে নয়া অধ্যায়। প্রথম ভারতীয় দল হিসেবে রহস্যময় গুপ্ত পর্বতশৃঙ্গ জয় করলেন ভারতীয় অভিযাত্রীদের দল। হিমাচলের পীরপাঞ্জাল রেঞ্জ অর্থাৎ বিশ্বের অন্যতম দুর্গম স্থানের রহস্যে ঘেরা পর্বতের চূড়ায় উঠে তেরঙ্গা ওড়ালেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ন’জন। এর আগে দেশের কোনও পর্বতারোহী দলের সাফল্যের তালিকায় নেই গুপ্ত পর্বত। বাঙালির অভিযাত্রীদের এই দলে ছিলেন এক মহিলাও। জানা গিয়েছে, জয়ী হয়ে তাঁরা শীঘ্রই ফিরবেন নিজেদের মাটিতে।

সত্যরূপ সিদ্ধান্ত, রুদ্রপ্রসাদ হালদার-সহ মোট ৯ জনের অভিযাত্রী দল। সোনারপুরের (Sonarpur) আরোহী ক্লাবের সদস্য সকলেই। এই ক্লাবে শুধু পর্বতারোহণই নয়, ট্রেকিং, স্কেটিং, গ্লাইডিংয়ের মতো রোমাঞ্চকর অভিযানে আগ্রহীদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয়। এই ক্লাবের সঙ্গে যুক্ত সত্যরূপ সিদ্ধান্তদের মতো সফল অভিযাত্রীরাও। তাঁরা সিদ্ধান্ত নেন, গুপ্ত পর্বত (Gupta Parvat) অভিযানে নামবেন। সেইমতো গত ৩ জুন রুদ্রপ্রসাদ হালদার, সত্যরূপ সিদ্ধান্ত, নৈতিক নস্কর, তুহিন ভট্টাচার্য, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, দেবাশিস মজুমদার, উদ্দীপন হালদার ও একমাত্র মহিলা সদস্য দীপাশ্রী পাল যাত্রা শুরু করেন।

Advertisement

[আরও পড়ুন: সেনসেক্সের ঝোড়ো ইনিংস অব্যাহত, নজির গড়ে ৭৮ হাজারের গণ্ডি পেরল সূচক]

এমনিতেই পীরপাঞ্জাল (Pir Panjal Range) যথেষ্ট দুর্গম এলাকা। তার উপর গুপ্ত পর্বত নিয়ে অনেক রহস্যই রয়েছে। সে সম্পর্কে তথ্য মেলে খুব কম। তবু লক্ষ্য স্থির করে হিমাচলের (Himachal Pradesh) এই শৃঙ্গের দিকে এগিয়ে যায় ৯ অভিযাত্রীর দলটি। মাঝপথে বার বার তুষারঝড়ের মুখে পড়তে হয়। তাই অভিযান শেষ করতে অনেকটা সময় লাগে। অবশেষে ২৫ জুন, মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ ৬১৫৯ মিটার উঁচু পর্বতচূড়ায় পৌঁছে যান সোনারপুরের আরোহীর সদস্যরা। সকলেই সফলভাবে অভিযান (Expedition) সম্পূর্ণ করেন। সেখান থেকে ছবি পাঠান তাঁরা। বলা হচ্ছে, প্রথম ভারতীয় অভিযাত্রী দল হিসেবে এই পর্বত সফলভাবে আরোহণের কৃতিত্ব অর্জন করলেন সোনারপুর আরোহী ক্লাবের সদস্যরা। আর এর মধ্যে দিয়ে পর্বতারোহণের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন তাঁরা।

[আরও পড়ুন: শপথ নিতে হবে রাজভবনেই! সায়ন্তিকা, রেয়াতকে চিঠি রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement