Advertisement
Advertisement

Breaking News

মাইক টাইসন

বুড়ো হাড়ে ভেলকি! ৫৪ বছর বয়সে কামব্যাক করছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন

দেখুন ভিডিওতে কী জানালেন কিংবদন্তি।

Mike Tyson to comeback at the age of 54, to fight on September 12
Published by: Sulaya Singha
  • Posted:July 24, 2020 2:05 pm
  • Updated:July 24, 2020 2:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ‘সবচেয়ে খারাপ ব্যক্তি’ হিসেবে পরিচিত ছিলেন। কারণ তাঁর ত্রাসে ঘুম উড়ত ‘শত্রু’পক্ষের। ৮০-র দশকে বক্সিং রিংয়ে তিনিই ছিলেন সর্বেসর্বা। ঠিকই ধরেছেন। কথা হচ্ছে কিংবদন্তি বক্সার মাইক টাইসনের। সবাইকে চমকে দিয়ে ফের রিংয়ে ফিরতে চলেছেন বিশ্বখ্যাত তারকা। তাও আবার ৫৪ বছর বয়সে।

কেরিয়ারের শুরুর দিকে বক্সিংয়ের দুনিয়ায় একছত্র রাজত্ব করেছেন এই মার্কিন তারকা। রিংয়ের আইরন ম্যানের আগ্রাসন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন অনুরাগীরা। তাঁর এক পাঞ্চে নকআউটের সাক্ষী থেকেছে দুনিয়া। কেরিয়ারের প্রথম ১৯টি লড়াই জিতেছিলেন নকআউটে। বিশ্বের একমাত্র হেভিওয়েট বক্সার হিসেবে WBA, WBC এবং IBF খেতাব জিতেছেন টাইসন। তবে ১৯৯০ দশকের শেষভাগে তিনি ক্রমেই ব্যাকফুটে যেতে শুরু করেন। হাজারো বিতর্কে নাম জড়ায় তাঁর। অবশেষে ২০০৫ সালে বক্সিং রিংকে বিদায় জানান ক্রীড়াদুনিয়ার অন্যতম উজ্জ্বল নক্ষত্র মাইক টাইসন। তাই বর্তমান প্রজন্ম তাঁর মারকাটারি পারফরম্যান্স দেখার সুযোগ পায়নি। তবে এবার পাবে।

Advertisement

[আরও পড়ুন: ইস্টবেঙ্গলের থেকে ৮০ শতাংশ শেয়ার চাইল ইনভেস্টর, শর্ত মানতে নারাজ ক্লাব]

কারণ ৫৪ বছর বয়সে নিজের প্রিয় মঞ্চে কামব্যাক করতে চলেছেন তিনি। আগামী ১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ডিগনিটি হেল্থ স্পোর্টস পার্কে ফের স্বমহিমায় ধরা দেবেন কিংবদন্তি। আট রাউন্ডের একটি প্রদর্শনী ম্যাচে ফোর-ডিভিশন চ্যাম্পিয়ন রয় জোনস জুনিয়রের মুখোমুখি হবেন তারকা। স্বাভাবিকভাবেই তাঁকে নতুন করে রিংয়ে দেখা নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে।

১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে কনিষ্ঠতম হেভিওয়েট বক্সার হিসেবে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিলেন টাইসন। এবার ৫৪ বছরে বুড়ো হাড়েও কি ভেলকি দেখাতে সফল হবেন তিনি? সেটাই লাখ টাকার সওয়াল। কারণ প্রতিপক্ষও ৫১ বছরের জোনসও যথেষ্ট শক্তিশালী। তবে সোশ্যাল মিডিয়ায় টাইসনের একাধিক শরীরচর্চার ভিডিওতেই স্পষ্ট, এই বয়সেও কতখানি ফিট তিনি। সেপ্টেম্বরে তাঁর এই লড়াই পে-পার-ভিউর মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে।

[আরও পড়ুন: ২৬ সেপ্টেম্বর নয়, আরও আগে আমিরশাহীতে শুরু হতে চলেছে এবারের আইপিএল!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement