Advertisement
Advertisement

Breaking News

Mary Kom

আচমকাই অলিম্পিকে ভারতের বড়সড় দায়িত্ব ছাড়লেন মেরি কম, কেন এই সিদ্ধান্ত?

নাম ঘোষণার মাত্র কয়েকদিন পরেই সরে দাঁড়িয়েছেন কিংবদন্তি বক্সার।

Mary Kom withdraw from India Chef the Mission for Paris Olympics

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 12, 2024 4:22 pm
  • Updated:April 12, 2024 4:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই প্যারিস অলিম্পিকে (Paris Olympic) শেফ দ্য মিশনের পদ থেকে সরে দাঁড়ালেন মেরি কম। একমাত্র ভারতীয় মহিলা বক্সার হিসাবে অলিম্পিক থেকে পদক পেয়েছিলেন। কিন্তু আসন্ন অলিম্পিকে বক্সার হিসাবে নয়, ভারতীয় কন্টিনজেন্টের শেফ দ্য মিশন হিসাবে দেখা যেত তাঁকে।

শুক্রবার আচমকাই এই পদ থেকে সরে দাঁড়ান মেরি কম (Mary Kom)। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, প্রাক্তন অ্যাথলিট পি টি উষাকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন মণিপুরি বক্সার। চিঠিতে লেখেন, “যেকোনওভাবে দেশের সেবা করাটাই আমার কাছে খুব সম্মানের। আমরা সব সময়েই দেশের সেবা করতে প্রস্তুত থাকি। কিন্তু এই সম্মানজনক দায়িত্ব আমি পালন করতে পারছি না। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে সরে দাঁড়াতে হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: অবসর দুরস্ত, বিশ্বকাপ জয়ের পরিকল্পনা করছেন রোহিত]

চিঠিতে মেরি আরও লেখেন, “কোনও দায়িত্ব থেকে সরে আসাটা অত্যন্ত লজ্জার। সাধারণত আমি এভাবে সরে দাঁড়াই না। কিন্তু আর কোনও উপায় নেই আমার কাছে। তবে অলিম্পিকে দেশের সমস্ত অ্যাথলিটের গলা ফাটাতে আমি রাজি। অনেক পদক জিতবে ভারত, সেটাই আশা করি।” উল্লেখ্য, গত ২১ মার্চই ভারতের শেফ দ্য মিশন হিসাবে ঘোষিত হয়েছিল মেরির নাম। মাত্র কয়েকদিনের মধ্যে কেন নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নিলেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

তবে পি টি উষা জানিয়েছেন, মেরি কমের সিদ্ধান্ত মেনে নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিবৃতি জারি করে প্রাক্তন অলিম্পিয়ান জানান, “ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন মেরি। তাঁর গোপনীয়তাকে আমরা সম্মান করি।” কয়েকদিনের মধ্যেই নয়া শেফ দ্য মিশনের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: জাতীয় দলের চুক্তি থেকে বাদ, বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ঈশান কিষান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement