Advertisement
Advertisement

Breaking News

Paris Olympics 2024

মনু-নীরজের নয়া রসায়নে মজেছে নেটপাড়া! জল্পনার মাঝেই মুখ খুললেন ব্রোঞ্জজয়ী শুটারের বাবা

নীরজের বিয়ে নিয়ে কী জানালেন জ্যাভলিন তারকার কাকা?

Paris Olympics 2024: Manu Bhaker's father responses amid Manu-Neeraj relationship rumour in social media
Published by: Arpan Das
  • Posted:August 13, 2024 12:06 pm
  • Updated:August 13, 2024 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মনু ভাকের (Manu Bhaker) ও নীরজ চোপড়ার (Neeraj Chopra) সাক্ষাতের ভিডিও। তার পরই গুঞ্জন শুরু হয়, তাহলে কি অলিম্পিক শেষে (Paris Olympics 2024) নতুন সফর শুরু করছেন ভারতের দুই পদকজয়ী তারকা? সেই জল্পনার মধ্যেই মুখ খুললেন মনুর বাবা রামকিষণ ভাকের।

প্যারিস থেকে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছেন মনু ভাকের। অন্যদিকে টোকিওয় সোনা জেতার পর প্যারিসে জ্যাভলিনে রুপো পেয়েছেন নীরজ চোপড়া। এরই মধ্যে শুরু হয় নতুন জল্পনা। একটি ভাইরাল ভিডিওয় দেখা যায় গল্প করছেন দুজনে। তবে নেটিজেনদের বক্তব্য ছিল, একে-অপরের চোখে চোখই রাখতে পারছেন না। দুজনেই যেন লাজুক ভঙ্গিতে কথা বলছেন। আরেকটি ভিডিওয় দেখা যায়, মনুর মা কথা বলছেন নীরজের সঙ্গে। ভারতের ‘সোনার ছেলে’র হাতে হাত রেখে কথা বলেন সুমেধা ভাকের। এমনকী নীরজের ডান হাত নিজের মাথায় তুলে কিছু একটা চেয়ে নেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ওড়িশাকে উড়িয়ে বিসি রায় ট্রফি চ্যাম্পিয়ন বাংলা, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী]

তার পরই শুরু হয় মনু-নীরজের মধ্যে নতুন রসায়ন খোঁজার পালা। এমনকী দুজনের বিয়ে দেওয়ার জন্য প্রায় উঠেপড়ে লাগে সোশাল মিডিয়া। কিন্তু সেই সমস্ত জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন মনুর বাবা রামকিষণ। একটি সর্বভারতীয় সংবাদপত্রে তিনি বলেছেন, “মনুর বয়স এখনও অনেক কম। ওর তো এখনও বিয়ের বয়সই হয়নি। আমরা ওর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না।” আর নীরজকে নিয়ে কী ভাবছে ভাকের পরিবার? তিনি বলছেন, “মনুর মা নীরজকে ছেলের মতো দেখে।”

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বিশেষ সাক্ষাৎ, ভারতীয় অলিম্পিক অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী]

অন্যদিকে নীরজের পরিবার কী ভাবছে তাঁর বিয়ে নিয়ে? ২৬ বছর বয়সি তারকার কাকার বক্তব্য, “নীরজ যেহেতু সদ্য পদক জিতেছে, সারা দেশ এখন এটা জানতেই চাইবে। একইভাবে যখন ও বিয়ে করবে, তখন সেটা সবাই জানতে পারবে।” ফলে দুজনের রসায়নে আপাতত জল ঢেলে দিল দুপক্ষই। নেটিজেনরা এটাকে কীভাবে নেন, সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement