সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন মনু ভাকের। জোড়া পদক নিয়ে বৃহস্পতিবার তিনি পৌঁছে যান প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে। তার পরে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গেও দেখা করেন জোড়া পদকজয়ী। উল্লেখ্য, ইতিহাস গড়ে দেশে ফেরার পরে সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেছিলেন মনু।
১২৪ বছরের পুরনো ইতিহাস ভেঙে চুরমার করে দিয়েছেন হরিয়ানার শুটার মনু ভাকের। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির এখন তাঁর নামের পাশে। এর আগে এই কীর্তি গড়েছিলেন এক ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয়। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এক অলিম্পিকে দুটি পদক ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেই রেকর্ড ছুঁয়ে মনু এখন দেশজোড়া জনপ্রিয়। বুধবার প্যারিস থেকে ভারতে ফিরেছেন তিনি।
দেশে ফিরেই প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মনু। সাম্প্রতিক অতীতে আর কোনও অ্যাথলিট এভাবে বিরোধী দলের নেতা নেত্রীদের সঙ্গে দেখা করতে যাননি। স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে। পরে অবশ্য ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সঙ্গে দেখা করেন তিনি। বৃহস্পতিবার সকালে মনু পৌঁছে যান প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তরে। রাজনাথের সঙ্গে দেখা করে সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।
মনুর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রীও। এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তাও দেন তিনি। রাজনাথের সঙ্গে সাক্ষাৎ করার পর ভূপিন্দর সিং হুডার বাসভবনে যান মনু। তাঁকে বিশেষ সংবর্ধনা দেন কংগ্রেস নেতা। উল্লেখ্য, অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হতে চলেছেন মনু। কয়েকদিনের মধ্যেই আবার প্যারিসে চলে যাবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.