Advertisement
Advertisement

Breaking News

Manu Bhaker

যিনি নাচেন, তিনি বন্দুকও চালান! অলিম্পিক শেষে মনুর নজর ভরতনাট্যমে

তিন মাসের বিশ্রামে ঘোড়সওয়ারি, মার্শাল আর্টও ঝালিয়ে নেবেন তিনি।

Manu Bhaker is taking a break from shooting to reconnect with hobbies like horse riding, Bharatnatyam
Published by: Arpan Das
  • Posted:August 16, 2024 7:00 pm
  • Updated:August 16, 2024 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২৪ বছরের পুরনো ইতিহাস ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির এখন মনু ভাকেরের নামের পাশে। আপাতত তিন মাস বিশ্রাম নেবেন তিনি। অলিম্পিকের জন্য দীর্ঘ পরিশ্রম ও সাফল্য শেষে এটুকু বিশ্রাম যেন তাঁর প্রাপ্য!

তবে বিশ্রামে থাকলেও পুরনো অভ্যাসগুলো কি আর সহজে ছাড়া যায়? সেরকম কোনও পরিকল্পনাও নেই মনুর। ভোরবেলা ওঠা, যোগব্যায়াম সবই আগের মতো চলবে। এবং সেই সঙ্গে ঝালিয়ে নেবেন কিছু পুরনো অভ্যাস। অলিম্পিকের প্রস্তুতির জন্য যেগুলো বন্ধ ছিল। তার মধ্যে আছে ঘোড়সওয়ারি, ভরতনাট্যম, মার্শাল আর্টস ও ভায়োলিন অনুশীলন।

Advertisement

[আরও পড়ুন: ইউরোপীয় ফুটবলে নজির, ৩৪টি ম্যারাথন পেনাল্টি শটে শেষ হাসি আয়াক্সের]

২২ বছর বয়সি ভারতীয় তারকা বলছেন, “এখন কিছুটা ছুটি পেয়েছি। এবার হয়তো ফের মার্শাল আর্টসের অনুশীলনে ফিরতে পারব।” শুটিংয়ে আসার আগে মার্শাল আর্টের প্রতি তাঁর আগ্রহ ছিল। সেই সঙ্গে মনুর বক্তব্য, “এতদিন সেভাবে সময় পাইনি। কিন্তু এবার নিজের শখগুলো পূরণ করা যাবে। ঘোড়সওয়ারি করব, স্কেটিং করতে আমার দারুণ লাগে। আমি ভরতনাট্যমও শিখছি। কিন্তু ট্রেনিংয়ের জন্য সেই ক্লাসের সময় পেতাম না। এবং সেই সঙ্গে ভায়োলিন শেখা তো রয়েছেই।” তামিলনাড়ুর এক শিল্পীর কাছে নাচ শিখছিলেন তিনি।

[আরও পড়ুন: ‘এবারও কি মেয়েটারই দোষ?’ RG Kar কাণ্ডের প্রতিবাদে সোশাল মিডিয়ায় সরব মহম্মদ সিরাজ]

মনু যখন নিজের শখের কথা বলছিলেন, তখন পাশে দাঁড়িয়ে হাসছিলেন তাঁর কোচ জশপাল রানা। তাঁর স্পষ্ট বক্তব্য, “শুধু সুস্থভাবে ঘরে ফেরো।” আসলে স্কেটিং বা ঘোড়সওয়ারির ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকেই। তাই চিন্তা রানার। যদিও মনু বলছেন, “বহুদিন ধরেই অলিম্পিক শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এবার তো ঘোড়সওয়ারি শিখব। তার সঙ্গে স্কাইডাইভিং ও স্কুবাডাইভিং করারও ইচ্ছে রয়েছে।” সেই সঙ্গে হাতে সামান্য চোটও রয়েছে মনুর। এই ছুটিতে সেটা থেকেও সুস্থ হয়ে উঠবেন আশা করা হচ্ছে। তবে আপাতত সব নজর মনুর নতুন অ্যাডভেঞ্চারের দিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement