ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলরত্ন প্রাপকদের তালিকা থেকে বাদ মনু ভাকের? বিতর্ক চরমে পৌঁছতেই কার্যত নতিস্বীকার করে নিল কেন্দ্র! যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হল, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হবে তারকা শুটার মনুকে। সেই সঙ্গে এই সম্মান দেওয়া হবে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ, হকি তারকা হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারকে।
Ministry of Youth Affairs and Sports announces the Khel Ratna Award for Olympic double medalist Manu Bhaker, Chess World Champion Gukesh D, Hockey team Captain Harmanpreet Singh, and Paralympic Gold medallist Praveen Kumar. pic.twitter.com/VD54E0EtEk
— ANI (@ANI) January 2, 2025
মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান। ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত, প্যারালিম্পিকের সোনাজয়ী প্রবীণ কুমারদের নাম থাকলেও মনোনয়নের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছিল মনুর নাম। অথচ প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতেছেন তিনি। এর আগে টোকিও অলিম্পিকে যাঁরা পদক পেয়েছিলেন, তাঁরা কমবেশি সকলেই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছেন। কিন্ত মনু মনোনয়ন না পাওয়ায় তৈরি হয় বিতর্ক। ক্রীড়ামন্ত্রকের সূত্র জানিয়েছিল, মনু নাকি আবেদনই করেননি। আবার মনুর বাবার দাবি ছিল, তাঁরা আবেদন করেছেন। কিন্তু ক্রীড়ামন্ত্রকের তরফে কোনও জবাবই মেলেনি। যদিও মনু নিজে জানিয়েছিলেন, ‘অ্যাথলিট হিসাবে আমরা শুধু দেশের হয়ে সফল হতে চাই। এই ধরনের সম্মান বা পুরস্কার আমাদের উৎসাহ যোগায় ঠিকই। কিন্তু এই পুরস্কার বা সম্মান পাওয়াটা কখনওই আমাদের উদ্দেশ্য নয়। সম্মান পাই বা না পাই-দেশের হয়ে ভালো পারফর্ম করার জন্য আমি আমার সেরাটা দিয়েই যাব। এই নিয়ে দয়া করে কেউ কোনও বিভ্রান্তি ছড়াবেন না।’
তবে শেষমেশ ক্রীড়ামন্ত্রকের প্রকাশিত তালিকায় দেখা গেল নাম রয়েছে মনু। জানানো হয়েছে, সুপারিশ এবং সক্রুটিনির ভিত্তিতে খেলরত্নের জন্য চূড়ান্ত নামগুলি বেছে নিয়েছে কেন্দ্র। আগামী ১৭ জানুয়ারি সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার তুলে দেওয়া হবে তারকাদের হাতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.