কুস্তি সংস্থার বিরুদ্ধে কড়া ভাষায় টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঠিক সময়ে নির্বাচন সম্পন্ন করা যায়নি। আর তাই ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (United World Wrestling) ইতিমধ্যে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Wrestling Federation of India) সদস্যপদ খারিজ করে দিয়েছে। এই ঘটনায় গোটা তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister Of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটারে তিনি লিখেছেন, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং যে ভারতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করেছে, তা শুনে আমি স্তম্ভিত। গোটা দেশের কাছে এটা একটা লজ্জার ব্যাপার। কেন্দ্রীয় সরকার আমাদের কুস্তগিরদের বিরুদ্ধে লজ্জাজনক ঔদ্ধত্য দেখিয়ে ওদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখেছেন, ‘আন্তর্জাতিক কুস্তি নিয়ামক সংস্থা ভারতীয় ফেডারেশনকে নির্বাসিত করেছে, এমন একটি ঘটনায় আমি তাজ্জব। গোটা দেশের কাছে এ এক তীব্র অস্বস্তিকর পরিস্থিতি। কুস্তিগীর বোনেদের সঙ্গে চূড়ান্ত অবিচার করেছে কেন্দ্রীয় সরকার। তাঁদের হেনস্থা করা হয়েছে। অপরাধীদের শাস্তি দেওয়া উচিত। হিসাব বুঝে নেওয়ার দিন আসন্ন।’
I am shocked to learn that The United World Wrestling (UWW) has suspended the Wrestling Federation of India. It is a matter of grave embarrassment for the whole nation. Central government has let down our wrestlers by being shamefully arrogant and by being cavalier & dismissive…
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2023
নির্দিষ্ট সময়ে নির্বাচন না করার জন্য ইতিমধ্যেই ভারতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে। অনেকের মতে এর ফলে ভিনেশ ফোগাট (Vinesh Phogat), সাক্ষী মালিক (Sakkhi Malik), বজরং পুনিয়াদের (Bajrang Punia) এশিয়ান গেমসে (Asian Games 2023) নামার স্বপ্ন জলে গেল। তবে সূত্রের খবর ভারতীয় অলিম্পিক্স সংস্থার ছাতার তলায় এশিয়ান গেমসে নামতে পারবেন কুস্তিগিররা। ফলে সংস্থা নির্বাসিত হওয়ার জন্য কুস্তিগিরদের ভবিষ্যৎ জলে যাওয়ার সম্ভাবনা নেই।
ইতিপূর্বে ভূপেন্দ্র সিং বাজওয়ার নেতৃত্বে একটি প্যানেল ভারতীয় কুস্তি ফেডারেশনকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার সময়সীমা দিয়েছিল। কিন্তু, সেই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। গত ২৭ এপ্রিল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটির হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছিল। এরপর ২৮ এপ্রিল সাবধান করে দিয়েছিল, যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব না হয়, তাহলে ভারতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ কেড়ে নেওয়া হবে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.