ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনার দৌড় থেকে ছিটকে গেলেন আরও এক ভারতীয় তারকা। মণিপুরের মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসেবে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন লভলিনা বরগোঁহাই (Lovlina Borgohain)। বুধবার শেষ চারের লড়াইয়ে বিশ্বের এক নম্বরের কাছে পরাস্ত হলেন তিনি।
কোয়ার্টার ফাইনালে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন চিনকে ৪-১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন লভলিনা। তবে অসমের বক্সার বলে দিয়েছিলেন, ব্রোঞ্জ নয়, তাঁর লক্ষ্য সোনা জয়। সেই লক্ষ্যেই এদিন তুরস্কের প্রতিপক্ষের বিরুদ্ধে রিংয়ে নেমেছিলেন তিনি।
#TokyoOlympics: Indian boxer Lovlina Borgohain (in file photo) wins bronze medal, loses to Busenaz Sürmeneli of Turkey 0-5 in women’s welterweight (64-69kg) semifinal match pic.twitter.com/toTXgIk6b1
— ANI (@ANI) August 4, 2021
তুরস্কের বুসেনোজের বিরুদ্ধে এর আগে কখনও লড়েননি লভলিনা। তবে অচেনা শত্রুর বিপক্ষে দুর্দান্ত লড়াই দেন তিনি। প্রতি মুহূর্তে নিজের জাত চেনানোর চেষ্টা করেছেন। কিন্তু একাধিক ওয়ার্নিংয়ের জন্যই পয়েন্ট নষ্ট করেন ২৩ বছরের লভলিনা। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে ওয়ার্নিং পাওয়ায় এক পয়েন্ট করে কেটে নেওয়া হয় তাঁর। দাপটের সঙ্গেই ৫-০ ব্যবধানে ৬৪-৬৯ কেজি বিভাগের শেষ চারের লড়াই জিতে নেন বিশ্ব চ্যাম্পিয়ন বুসেনোজ।
লভলিনার হাত ধরেই টোকিও (Tokyo Olympics 2020) থেকে দেশে এখনও পর্যন্ত এল তিনটি পদক। প্রথমে ভারোত্তোলনে রুপো জেতেন মণিপুরের মীরাবাই চানু। এরপর ব্রোঞ্জ ঘরে তুলে ইতিহাস গড়েন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু (PV Sindhu)। পরপর দুটি অলিম্পিকে পদক জয়ের নজির গড়েন তিনি। এবার প্রথমবার অলিম্পিকের মঞ্চে গিয়েই দেশের মুখ উজ্জ্বল করলেন লভলিনা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতীয় নারীশক্তিরই উত্থানের সাক্ষী রইল টোকিও। আজই আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ভারতীয় মহিলা হকি দল। পদক জয়ের থেকে মাত্র একধাপ দূরে রানি রামপলরা। আশায় বুক বেঁধেছে ১৩০ কোটির দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.