Advertisement
Advertisement

Breaking News

গুরুতর অসুস্থ লিয়েন্ডার পেজের মা জেনিফার পেজ, ভরতি হাসপাতালে

ক্যানসারে আক্রান্ত জেনিফার।

Leander paes's mother Gennifer Paes hospitalised | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 10, 2023 12:21 pm
  • Updated:August 10, 2023 12:21 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: অসুস্থ ভারতের টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার পেজ। সূত্রের খবর, তিনি ক্যানসারে আক্রান্ত। আপাতত হাসপাতালে ভরতি রয়েছেন প্রাক্তন ভারতীয় মহিলা বাস্কেটবল দলের অধিনায়ক।

সূত্রের খবর, কিছুদিন আগে থেকেই অসুস্থতায় ভুগছিলেন জেনিফার পেজ (Gennifer Paes)। তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ। সূত্রের খবর, জেনিফারকে ভরতি করা হয়েছে  কলকাতারই এক হাসপাতালে। আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে বলেও খবর। জেনিফারের বয়সের জন্য চিকিৎসাক্ষেত্রে জটিলতা আরও বাড়ছে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ফের পিছিয়ে গেল সুকন্যা মণ্ডলের জামিনের মামলা, মেয়ের খবর পেতে হয়রান অনুব্রত]

লিয়েন্ডারে মতো জেনিফার পেজ নিজেও খেলার জগতের সঙ্গে যুক্ত। নিজে ভারতের মহিলা বাস্কেটবল দলের অধিনায়ক ছিলেন। ১৯৭২ সালের অলিম্পিকে (Olympics) অংশগ্রহণকারী ভারতের বাস্কেটবল দলের সদস্যা ছিলেন জেনিফার। বাস্কেটবলে ১৯৮০ সালে এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ভারতীয় বাস্কেটবল টিমের অধিনায়ক ছিলেন। অর্থাৎ ক্রীড়াক্ষেত্রে জেনিফার নিজেও বেশ সফল ছিলেন।

[আরও পড়ুন: IIT হায়দরাবাদের হস্টেলের ঘরে ছাত্রীর ঝুলন্ত দেহ, ব়্যাগিং করে খুনের অভিযোগ]

আসলে লিয়েন্ডারের গোটা পরিবারই খেলাধুলোর সঙ্গে যুক্ত। তাঁর বাবা ভেস পেজ হকির কিংবদন্তি খেলোয়াড়। অলিম্পিকে পদকজয়ী। লিয়েন্ডার নিজেই আগে জানিয়েছেন, তিনি মা এবং বাবার থেকেই খেলাধুলোর অনুপ্রেরণা পেয়েছেন। এই মুহূর্তে মায়ের অসুস্থতা নিয়ে চিন্তায় পেজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement