Advertisement
Advertisement

বন্ধু মহেশের কারণেই কি জাতীয় দল থেকে বাদ পড়লেন লিয়েন্ডার?

২৭ বছর পর ছিটকে গেলেন বন্ধু মহেশের ‘চক্রান্তে’!

Leander Paes ruled out of India's Davis Cup squad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 6, 2017 2:23 pm
  • Updated:December 17, 2019 12:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ বছরের মধ্যে এই প্রথম৷ ডেভিস কাপের স্কোয়াডে থাকলেও চূড়ান্ত দল থেকে বাদ পড়লেন ভারতীয় টেনিস আইকন লিয়েন্ডার পেজ৷ অতীতে বেশ কয়েকবার এমন হয়েছে যে, চোট বা পেশাদার সার্কিটের ব্যস্ততায় লিয়েন্ডার ভারতীয় দলের জার্সি গায়ে পরা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন৷ সেটা আলাদা কথা৷ কিন্তু স্কোয়াডে থেকেও বাদ পড়লেন এই প্রথম৷ শুক্রবার থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে উজবেকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচ। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার ড্র অনুষ্ঠানে সকালে মহেশ ভূপতির ভারতীয় দলে দেখা গেল রামকুমার, প্রজনেশ, বালাজি ও রোহন বোপান্নাকে৷ লিয়েন্ডারকে তাঁর দীর্ঘদিনের প্রাক্তন ডবলস পার্টনার, বর্তমানে ভারতের নন-প্লেয়িং ক্যাপ্টেন ভূপতি প্রথম টাইতেই রিজার্ভে রেখে দিলেন৷ যদিও ডেভিস কাপের নিয়ম অনুযায়ী, বেঙ্গালুরুতে লিয়েন্ডারের খেলার সম্ভাবনা একেবারে শেষ বলা যাচ্ছে না৷ কারণ, যে কোনও ম্যাচের ন্যূনতম এক ঘণ্টা আগে প্লেয়ার পাল্টানোর নিয়ম আছে ডেভিস কাপে৷ কিন্তু সেই সুযোগও কি লিয়েন্ডার শেষ পর্যন্ত পাবেন? উঠছে প্রশ্ন।

[ভারত সফর নিয়ে তরজা উড়িয়ে শুক্রবার দিল্লি পৌঁছচ্ছেন হাসিনা]

ভারতীয় টেনিস মহলের সার্বিক ধারণা, ভূপতির কাঁধে বন্দুক রেখে ফেডারেশনই লিয়েন্ডারকে ছেঁটে ফেলল৷ তেতাল্লিশ বছরে পড়তে চলেছেন কিংবদন্তি৷ সার্কিটে সাদা-মাটা পারফরম্যান্সের কারণে বিশ্ব ব়্যাঙ্কিং এতটাই নেমে গিয়েছে যে, সম্প্রতি লিয়েন্ডার এটিপি ট্যুরে খেলার সুযোগ পাচ্ছেন না৷ ফিরে গিয়েছেন অনেক কম মানের চ্যালেঞ্জার সিরিজে৷ আড়াই বছর আগে যেখান থেকে শুরু করেছিলেন৷ এআইটিএ-র অন্দরমহলের বক্তব্য, তুমি যত দিন খুশি পেশাদার সার্কিটে খেল৷ সেখানে তুমি দেশের প্রতিনিধিত্ব করছ না৷ নিজেই নিজের মর্জির মালিক৷ কিন্তু ডেভিস কাপের মতো দলগত টুর্নামেন্টের টিমে সুযোগ পেতে হলে দেশের অন্যতম সেরা হতে হবে৷ কিন্তু অনেকদিন ধরেই ডবলস ব়্যাঙ্কিংয়ে ভারতের একনম্বর বোপান্না৷ লিয়েন্ডারের থেকে অনেক এগিয়ে৷

Advertisement

[আলওয়ারে গো-রক্ষকদের হামলা ঘটেইনি, রাজ্যসভায় দাবি নকভির]

আর একটা ম্যাচ জিতলেই লিয়েন্ডার ডেভিস কাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডবলস-জয়ীর (৪৩) বিশ্বরেকর্ড গড়বেন৷ হয়তো সে কারণেই লিয়েন্ডার শেষ কয়েকটি ডেভিস কাপ ম্যাচে সুযোগ পেয়েছেন৷ ‘বন্ধু’ মহেশ ভূপতি অধিনায়ক হয়েই সেই সুযোগও লিয়েন্ডারকে দিলেন না৷ বেঙ্গালুরু থেকে পাওয়া খবর অনুযায়ী, বুধবার মেক্সিকো থেকে ফিরে লিয়েন্ডার দু’টি সেশনে প্রায় চার ঘণ্টা প্র্যাকটিস করেন৷ কিন্তু একবারের জন্যেও লি-বোপান্নাকে জুটি বেঁধে প্র্যাকটিস করতে দেখা যায়নি৷ এক কোর্টে অনুশীলন করলেও, সারাক্ষণ দু’জনে মুখোমুখি৷ একে অন্যের বিরু‌দ্ধে বল হিট করে গিয়েছেন৷ তখনই অনেকটা পরিষ্কার হয়ে যায় যে, লিয়েন্ডার ও বোপান্নার মধ্যে যে কোনও একজন চূড়ান্ত দলে থাকবেন৷ অন্যজন রিজার্ভে৷ বৃহস্পতিবার ড্র-এ দেখা গেল, সেই রিজার্ভ প্লেয়ারের নাম লিয়েন্ডার পেজ৷ যাঁকে এখন থাকতে হবে ডেভিস কাপের আইন ও মহেশ ভূপতির অনুগ্রহের দিকে তাকিয়ে৷ শনিবারের ডাবলসে নামার জন্য৷

[‘রাজনৈতিক নেতারা অস্ত্র হাতে মিছিল করলে আইন আইনের পথে চলবে’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement