সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ বছরের মধ্যে এই প্রথম৷ ডেভিস কাপের স্কোয়াডে থাকলেও চূড়ান্ত দল থেকে বাদ পড়লেন ভারতীয় টেনিস আইকন লিয়েন্ডার পেজ৷ অতীতে বেশ কয়েকবার এমন হয়েছে যে, চোট বা পেশাদার সার্কিটের ব্যস্ততায় লিয়েন্ডার ভারতীয় দলের জার্সি গায়ে পরা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন৷ সেটা আলাদা কথা৷ কিন্তু স্কোয়াডে থেকেও বাদ পড়লেন এই প্রথম৷ শুক্রবার থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে উজবেকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচ। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার ড্র অনুষ্ঠানে সকালে মহেশ ভূপতির ভারতীয় দলে দেখা গেল রামকুমার, প্রজনেশ, বালাজি ও রোহন বোপান্নাকে৷ লিয়েন্ডারকে তাঁর দীর্ঘদিনের প্রাক্তন ডবলস পার্টনার, বর্তমানে ভারতের নন-প্লেয়িং ক্যাপ্টেন ভূপতি প্রথম টাইতেই রিজার্ভে রেখে দিলেন৷ যদিও ডেভিস কাপের নিয়ম অনুযায়ী, বেঙ্গালুরুতে লিয়েন্ডারের খেলার সম্ভাবনা একেবারে শেষ বলা যাচ্ছে না৷ কারণ, যে কোনও ম্যাচের ন্যূনতম এক ঘণ্টা আগে প্লেয়ার পাল্টানোর নিয়ম আছে ডেভিস কাপে৷ কিন্তু সেই সুযোগও কি লিয়েন্ডার শেষ পর্যন্ত পাবেন? উঠছে প্রশ্ন।
ভারতীয় টেনিস মহলের সার্বিক ধারণা, ভূপতির কাঁধে বন্দুক রেখে ফেডারেশনই লিয়েন্ডারকে ছেঁটে ফেলল৷ তেতাল্লিশ বছরে পড়তে চলেছেন কিংবদন্তি৷ সার্কিটে সাদা-মাটা পারফরম্যান্সের কারণে বিশ্ব ব়্যাঙ্কিং এতটাই নেমে গিয়েছে যে, সম্প্রতি লিয়েন্ডার এটিপি ট্যুরে খেলার সুযোগ পাচ্ছেন না৷ ফিরে গিয়েছেন অনেক কম মানের চ্যালেঞ্জার সিরিজে৷ আড়াই বছর আগে যেখান থেকে শুরু করেছিলেন৷ এআইটিএ-র অন্দরমহলের বক্তব্য, তুমি যত দিন খুশি পেশাদার সার্কিটে খেল৷ সেখানে তুমি দেশের প্রতিনিধিত্ব করছ না৷ নিজেই নিজের মর্জির মালিক৷ কিন্তু ডেভিস কাপের মতো দলগত টুর্নামেন্টের টিমে সুযোগ পেতে হলে দেশের অন্যতম সেরা হতে হবে৷ কিন্তু অনেকদিন ধরেই ডবলস ব়্যাঙ্কিংয়ে ভারতের একনম্বর বোপান্না৷ লিয়েন্ডারের থেকে অনেক এগিয়ে৷
আর একটা ম্যাচ জিতলেই লিয়েন্ডার ডেভিস কাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডবলস-জয়ীর (৪৩) বিশ্বরেকর্ড গড়বেন৷ হয়তো সে কারণেই লিয়েন্ডার শেষ কয়েকটি ডেভিস কাপ ম্যাচে সুযোগ পেয়েছেন৷ ‘বন্ধু’ মহেশ ভূপতি অধিনায়ক হয়েই সেই সুযোগও লিয়েন্ডারকে দিলেন না৷ বেঙ্গালুরু থেকে পাওয়া খবর অনুযায়ী, বুধবার মেক্সিকো থেকে ফিরে লিয়েন্ডার দু’টি সেশনে প্রায় চার ঘণ্টা প্র্যাকটিস করেন৷ কিন্তু একবারের জন্যেও লি-বোপান্নাকে জুটি বেঁধে প্র্যাকটিস করতে দেখা যায়নি৷ এক কোর্টে অনুশীলন করলেও, সারাক্ষণ দু’জনে মুখোমুখি৷ একে অন্যের বিরুদ্ধে বল হিট করে গিয়েছেন৷ তখনই অনেকটা পরিষ্কার হয়ে যায় যে, লিয়েন্ডার ও বোপান্নার মধ্যে যে কোনও একজন চূড়ান্ত দলে থাকবেন৷ অন্যজন রিজার্ভে৷ বৃহস্পতিবার ড্র-এ দেখা গেল, সেই রিজার্ভ প্লেয়ারের নাম লিয়েন্ডার পেজ৷ যাঁকে এখন থাকতে হবে ডেভিস কাপের আইন ও মহেশ ভূপতির অনুগ্রহের দিকে তাকিয়ে৷ শনিবারের ডাবলসে নামার জন্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.