Advertisement
Advertisement

Breaking News

Kidambi Srikanth

ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার, রুপো পেয়েই ইতিহাস গড়লেন শ্রীকান্ত

পরাস্ত হলেন সিঙ্গাপুরের শাটলারের কাছে।

Kidambi Srikanth Takes Home Silver in BWF World Championships 2021 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 19, 2021 8:57 pm
  • Updated:December 19, 2021 9:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধরাই রইল সোনার ইতিহাস গড়ার স্বপ্ন। ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে (BWF World Championship final) পরাস্ত হয়ে রুপো ঘরে তুললেন কিদাম্বি শ্রীকান্ত। প্রথম ভারতীয় পুরুষ তারকা হিসেবে এই টুর্নামেন্টে রুপো জয়ের নজির গড়লেন তিনি।

স্পেনে সুপার সানডের হাইভোল্টেজ ফাইনালে কিদাম্বি (Kidambi Srikanth) মুখোমুখি হয়েছিলেন সিঙ্গাপুরের লো কিয়ান উইর। লড়াই চলে ৪৩ মিনিট। প্রথম গেমে ভারতীয় শাটলার এগিয়ে গিয়েছিলেন ৯-৩-এ। কিন্তু পরে ঘুরে দাঁড়িয়ে তাঁকে ১৫-২১ ব্যবধানে হারিয়ে দেন প্রতিপক্ষ। তবে দ্বিতীয় গেমে লড়াই আরও জোরদার হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ২২-২০-তে গেম জিতে সোনা নিশ্চিত করে ফেলেন সিঙ্গাপুরের তারকা। 

Advertisement

[আরও পড়ুন: বিরাট বিতর্কের মধ্যেই পদত্যাগ বিসিসিআইয়ের চিফ মেডিক্যাল অফিসারের]

১৯৮৩ সালে এই টুর্নামেন্টের মঞ্চ থেকে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন প্রকাশ পাড়ুকোন। সেবার ব্রোঞ্জ ঝুলিতে ভরে ইতিহাস গড়েছিলেন তিনি। তাঁর পর ২০১৯ সালে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক খরা কাটান পান বি সাই প্রণীত। জেতেন ব্রোঞ্জ পদক। সে বছরই প্রথম ভারতীয় হিসেবে এই মঞ্চে সোনা জিতে নজির গড়েন পিভি সিন্ধু (PV Sindhu)। এবার অবশ্য টুর্নামেন্টে বিশেষ দাপট দেখাতে পারেননি অলিম্পিক পদকজয়ী তারকা। স্বপ্ন দেখাচ্ছিলেন শ্রীকান্তই।

শনিবার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে শ্রীকান্ত রুদ্ধশ্বাস ম্যাচে ১৭-২১, ২১-১৪, ২১-১৭ ব্যবধানে হারান ভারতেরই তরুণ ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনকে। ফলে ব্রোঞ্জ ঝুলিতে ভরেন লক্ষ্য। তবে প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন তারকা হিসেবে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে আগেই রুপো নিশ্চিত করে ফেলেছিলেন শ্রীকান্ত। চূড়ান্ত লড়াই শেষে রুপোলি ইতিহাসই রচনা করলেন ভারতীয় শাটলার।

[আরও পড়ুন: ISL 2021: হাবাসের জায়গায় এটিকে মোহনবাগানের কোচ হতে পারেন এফসি গোয়ার জুয়ান ফার্নান্দো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement