Advertisement
Advertisement

Breaking News

Mike Tyson

১৯ বছর পর রিংয়ে ফিরেই টাইসনের আয় ১৬৮ কোটি টাকা! জেক পল পেলেন কত?

পরের প্রতিপক্ষও ঠিক করে রেখেছেন 'লৌহমানব' টাইসন।

Jake Paul and Mike Tyson's grand prize money revealed
Published by: Arpan Das
  • Posted:November 16, 2024 2:19 pm
  • Updated:November 16, 2024 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ বছর পর বক্সিং রিংয়ে প্রত্যাবর্তন কিংবদন্তির। যিনি একসময় অনায়াসে মাটি ধরিয়ে দিতেন প্রতিপক্ষকে। কিন্তু বয়স থাবা বসিয়েছে। ৫৮ বছরের মাইক টাইসন শেষ পর্যন্ত হেরেই গেলেন ২৭ বছরের জেক পলের (Jake Paul) কাছে। তবে টাইসনের (Mike Tyson) হারেও যেন আবেগের বিস্ফোরণ হল টেক্সাসের আর্লিংটন স্টেডিয়ামে। আর সেই সঙ্গে কোটি-কোটি টাকার মুনাফাও কামালেন দুই বক্সার।

শুক্রবার কিংবদন্তি টাইসন এবং জেক পলের মধ্যে আট রাউন্ডের লড়াই হয়। প্রতি রাউন্ডে ২ মিনিট করে লড়তে হয়েছে দুই বক্সারকে। অতএব টানা ১৬ মিনিটের লড়াই। বয়সের ভারে মন্থর টাইসন পেরে উঠলেন না। দ্বিতীয় রাউন্ডের পরেই হাঁপিয়ে উঠেছিলেন। ম্যাচ শেষে তিন বিচারক ঐক্যমতের ভিত্তিতে পলকে জয়ী ঘোষণা করেন। পল জেতেন ৮০-৭২, ৭৯-৭৩, ৭৯-৭৩ পয়েন্টের ব্যবধানে। ম্যাচ শেষে ‘কিংবদন্তি’ টাইসনকে কুর্নিশ করেন জেক।

Advertisement

নেটফ্লিক্সের নিজস্ব ইভেন্টে বক্সিং রিংয়ের বাইরেও ছিল অন্য প্রতিযোগিতা। সেখানে অবশ্য কোটি কোটি টাকা কামালেন দুজনই। আর টাকার লড়াইয়েও জয় পেলেন জেক পল। যদি সূত্রের খবর মানতে হয়, তাহলে এই ম্যাচ থেকে মাইক টাইসনের আয় ২০ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তিনি পেয়েছেন মোটামুটি ১৬৮ কোটি টাকা! দাঁড়ান, এখনই চমকে উঠবেন না। এই একটা ম্যাচ থেকে জেক পলের আয় টাইসনের দ্বিগুণ। ইউটিউবার ও বক্সার পেয়েছেন ৪০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় আয় ৩৩৮ কোটি টাকা।

১৯ বছর পর রিংয়ে ফিরেই টাকার পাহাড়ে টাইসন। এবার তিনি তোড়জোড় করছেন নতুন লড়াইয়ের। সম্ভাব্য প্রতিপক্ষও ঠিক করে রেখেছেন। সেই প্রতিপক্ষ আর কেউ নন, জেক পলের দাদা লোগান পল। যিনি পেশাদার বক্সিংয়ে এসেছেন ২০১৮ সালে। সেখানে কি জয় ছিনিয়ে আনতে পারবেন ‘লৌহমানব’? টাইসনের নতুন লড়াইয়ের প্রতীক্ষা ক্রমশ বাড়ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement