সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকের (Tokyo Olympics) ইতিহাসে অ্যাথলেটিক্সে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাঁর হাত ধরেই ১৩ বছর পর ব্যক্তিগত ইভেন্টে সোনা পেল ভারত। সেই সোনালি সাফল্যের পর এবার নীরজের মুকুটে উঠল নতুন পালক। জ্যাভলিন থ্রো’র বিশ্ব Ranking-এ দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি।
এই মুহূর্তে ১৩১৫ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্ব Ranking-এ দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নীরজ। তাঁর উপরে রয়েছেন একমাত্র জার্মানির জোনাস ভেটের। যিনি কিনা অলিম্পিকে নীরজের অন্যতম চ্যালেঞ্জার ছিলেন। যদিও, দ্বিতীয় থ্রো’য়ের সময় পায়ে সামান্য চোট পেয়েছিলেন ভেটের। শেষপর্যন্ত নীরজকে সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেননি তিনি। এই মুহূর্তে ভেটের রয়েছেন ১৩৯৬ রেটিং পয়েন্টে। পোল্যান্ডের ক্রুকওস্কি রয়েছেন তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে রয়েছেন চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেজ, জার্মানির জুলিয়ান ওয়েবের রয়েছেন পঞ্চম স্থানে। টোকিওতে সোনাজয়ের পর এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপকে পাখির চোখ করেছেন নীরজ। বিশ্বের সেরা হওয়ার লড়াইয়ে নামার আগে আরও খানিকটা আত্মবিশ্বাস পেয়ে গেলেন তিনি।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা সোনা জেতার ১৩ বছর পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন কোনও ভারতীয় ক্রীড়াবিদ। আর তারপরই গোটা দেশ আনন্দে উদ্বেল। তাঁর বাড়ি থেকে শুরু করে আত্মীয়-পরিজন, পাড়া-প্রতিবেশীরা তো বটেই, গোটা দেশ নীরজের জয়ে উৎসবে মেতেছে। কেউ আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তো কেউ তাঁকে বিশেষ গাড়ি উপহার দেওয়ার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, নীরজের সোনা জয়ের সম্মানে প্রতিবছর ৭ আগস্ট দিনটিকে ‘জ্যাভলিন থ্রো ডে’ হিসেবে পালন করা হবে। তার পাশাপাশি প্রতিবছর ওই দিনটিতে বিশেষ প্রতিযোগিতারও আয়োজন করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.