Advertisement
Advertisement

Breaking News

Tokyo Olympics 2020

Tokyo Olympic: বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বইলেন মনপ্রীত-মেরি, দেখুন Video

আলোর রোশনাইয়ে ভরে উঠল টোকিওর স্টেডিয়াম।

India's contingent led by Mary Kom & Manpreet Singh in Tokyo Olympics 2020 Opening ceremony | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 23, 2021 6:00 pm
  • Updated:July 23, 2021 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। করোনা আবহে এক বছর পিছিয়ে গিয়ে অবশেষে শুরু অলিম্পিক। টোকিওয় (Tokyo) বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়লেন ভারতীয় প্রতিযোগীরা। পূর্ব ঘোষণা মতোই দেশের পতাকা বইলেন মনপ্রীত সিং এবং মেরি কম।

করোনার (Covid-19) দাপটের কথা মাথায় রেখে উদ্বোধনী অনুষ্ঠানে গ্রেট ব্রিটেন-সহ বেশ কিছু দেশ অ্যাথলিটদের উপস্থিতির সংখ্যা বিপুল ভাবে কমিয়েছে। একই পথে হেঁটেছে ভারতও (India)। প্রতিযোগী ও স্টাফ মিলিয়ে উদ্বোধনে হাজির হয়েছিলেন ২৫ জন ভারতীয়। এমনিতেই করোনা আতঙ্কে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ জাঁকজমক লক্ষ্য করা গেল না। তবে আলোর রোশনাইয়েই ভরে উঠল টোকিও ন্যাশনাল স্টেডিয়াম। আর তার মধ্যে নীল ব্লেজার চাপিয়ে হাতে পতাকা নিয়ে ২১ নম্বর দেশ হিসেবে মঞ্চে পৌঁছন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh)। সঙ্গী বক্সার মেরি কম (Mary Kom)। টোকিওয় ভারতীয় মহিলা অ্যাথলিটরা নজর কাড়লেন ঘিয়ে রঙের চুড়িদারে।

Advertisement

[আরও পড়ুন: Tokyo Olympics: কোন চ্যানেলে দেখাবে মেয়ের খেলা? না জানায় এই কাজই করলেন প্রণতির বাবা]

অলিম্পিক শুরুর আগেই একাধিক অ্যাথলিট কোভিডে আক্রান্ত হয়েছেন! তাই অতিমারীর কথা মাথায় রেখে দর্শকশূন্য স্টেডিয়ামেই হল উদ্বোধনী অনুষ্ঠান। নামী অতিথিরা ছিলেন হাজারেরও কম। তবে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মাঠের বাইরের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। শেষ ছয় মাসে বৃহস্পতিবারই টোকিওতে দৈনিক সংক্রমিত সংখ্যা ছিল সর্বাধিক। তাই অলিম্পিক বন্ধের দাবিতে রাস্তায় নামেন স্থানীয়রা।

চলতি বছর জানুয়ারির পর থেকেও টোকিও শহরে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছিল। কিন্তু বৃহস্পতিবার তা একলাফে অনেকটাই বাড়ে। অলিম্পিক এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় ক্ষোভ উগরে দেন শহরবাসীদের একাংশ। অলিম্পিক আয়োজনের কারণে সংক্রমণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে জাপানের স্বাস্থ্য দপ্তর। তবে ক্রীড়াপ্রেমীদের প্রার্থনা, নির্বিঘ্নেই সম্পন্ন হোক দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।

[আরও পড়ুন: টোকিওয় নেই কিংবদন্তি বোল্ট, ফেল্পসরা, নয়া চ্যাম্পিয়নের অপেক্ষায় Olympic]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement