Advertisement
Advertisement

Breaking News

Asian Games 2023

Asian Games 2023: রাজধানীতে আন্দোলন থেকে বিনা ট্রায়ালে এশিয়ান গেমস, হাংঝৌয়ে ব্রোঞ্জ হাতছাড়া পুনিয়ার

জাপানের কুস্তিগিরের কাছে হার মানেন পুনিয়া।

Indian wrestler Bajrang Punia loses bronze medal match to Yamaguchi of Japan । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 6, 2023 6:42 pm
  • Updated:October 6, 2023 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিাল ডেস্ক: এশিয়াড (Asian Games) থেকে পদক আনতে পারলেন না ভারতের কুস্তিগির বজরং পুনিয়া (Bajrang Punia)। ব্রোঞ্জ মেডেল ম্যাচে জাপানের কুস্তিগির কাইকি ইয়ামাগুচির কাছে ১০-০ হার মানেন তিনি। আর তার ফলে শূন্য হাতেই এশিয়ান গেমস থেকে ফিরতে হচ্ছে বজরং পুনিয়াকে।
ফিলিপিন্সের কুস্তিগির রনিল টুবোগকে ১০-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছিলেন পুনিয়া। কোয়ার্টার ফাইনালে বাহরিনের আলিবেগ আলিবেগোভকে ৪-০ হারান ভারতের কুস্তিগির। সেমিফাইনালে পুনিয়া ইরানের কুস্তিগির রাহমান আমৌজাদখালিলির কাছে ৮-০ হারেন।

[আরও পড়ুন: ‘রূপান্তরকামী’ বলে অভিযোগ তোলা ব্রোঞ্জজয়ী নন্দিনীর কাছে ক্ষমা চাইলেন স্বপ্না, তবুও বিতর্ক থামবে?]

 

গত কয়েকমাস ধরে সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের সঙ্গে বজরং পুনিয়াও ছিলেন আলোচনায়। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ এক নাবালিকা-সহ বেশি কয়েক জন মহিলা কুস্তিগিরকে হেনস্থা করেছেন। তাঁকে গ্রেফতার করার দাবি জানিয়ে আন্দোলন করেন বজরংরা। সেই আন্দোলন পৌঁছয় রাজধানীর রাজপথে।
দিল্লিতে সংসদ ভবন উদ্বোধনের দিনই তুলকালাম হয়। কুস্তিগীরদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। মহিলা কুস্তিগিরদের অভিযোগ ছিল, পুলিশ তাঁদের জামাকাপড় ছিঁড়ে দেয়, মারধর পর্যন্ত করা হয়। কুস্তিগিরদের আন্দোলনের পুরোভাগে বাকিদের সঙ্গে ছিলেন বজরং পুনিয়াও। এ তো গেল আন্দোলনের কথা। পুনিয়াকে নিয়ে কম বিতর্ক হয়নি। তাঁকে বিনা ট্রায়ালে এষিয়ান গেমসে খেলার সুযোগ দেয় ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটি। তা নিয়ে কম বিতর্ক হয়নি। দুই উদীয়মান প্রতিভা অন্তিম পাঙ্ঘাল এবং সুজিত কালকালকে সেই সময়ে বলতে শোনা গিয়েছিল, এভাবে কাউকে সরাসরি এশিয়ান গেমসে খেলার সুযোগ দেওয়া ঠিক না। এটা আসলে দীর্ঘদিন ধরে অনুশীলন করা কুস্তিগিরদের সঙ্গে প্রতারণা।
অন্তিম পাঙ্ঘাল আবার সোজা ভিনেশ ফোগাটকে প্রতারক বলে দেগে দিয়ে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দিয়েছিলেন। প্রথমে তিনি মামলা করেছিলেন দিল্লি হাই কোর্টে। সেখানে সুবিধা না হওয়ায় সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এই তরুণী কুস্তিগির। সব মিলিয়ে এশিয়াডের আগেই আগুন জ্বলেছিল। এশিয়ান গেমসের আসল সময়ে বজরং পুনিয়া পদক জিততে পারলেন না। প্রথমে ইরান, পরে জাপানের কুস্তিগিরের কাছে হার মেনে পদক হাতছাড়া হয় বজরং পুনিয়ার। 

Advertisement

[আরও পড়ুন: নিজেদের মাঠে সহজে ছাড়বে না চেন্নাইয়িন, সতর্ক থাকতে চান মোহনবাগান কোচ ফেরান্দো]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement