Advertisement
Advertisement
Sai Praneeth

র‌্যাকেট তুলে রাখলেন সাই প্রণীত, মার্কিন মুলুকে শুরু করবেন নতুন ইনিংস

কোন দেশে যাচ্ছেন সাই প্রণীত?

Indian star Sai Praneeth retires from international badminton

সাই প্রণীত। ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:March 5, 2024 1:02 pm
  • Updated:March 5, 2024 6:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী সাই প্রণীত (Sai Praneeth) তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন। খেলোয়াড় প্রণীতের ভূমিকা বদলাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোচিং কেরিয়ার শুরু করবেন সাই প্রণীত। 
টোকিও গেমসের পর থেকে চোটে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত র‌্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন সাই প্রণীত। ২০১৭ সালে সিঙ্গাপুর ওপেন জেতেন তিনি। সাই প্রণীত তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ”আমার ভিতরে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। যে খেলাটা আমার জীবনের সঙ্গে ২৪ বছর ধরে জড়িয়ে রয়েছে সেই খেলাটা থেকেই অবসর নিচ্ছি।”

[আরও পড়ুন: ‘টাকা কামাতে তো বাধা নেই’, রনজি না খেলা নিয়ে ঈশান-শ্রেয়সকে তোপ প্রাক্তন পেসারের]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sai Praneeth (@saipraneeth92)

Advertisement

র‌্যাকেট তুলে রাখার পরে সাই প্রণীত তাঁর জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন বলে জানিয়েছেন। প্রণীত লিখেছেন, ”ব্যাডমিন্টন, তুমি আমার প্রথম ভালোবাসা। আমার চিরসঙ্গী, আমার চরিত্র গঠনকারী, আমার উপস্থিতির আসল কারণ। ব্যাডমিন্টনের সঙ্গে আমার দীর্ঘদিনের স্মৃতি, যে চ্যালেঞ্জ অতিক্রম করেছি তা আমার হৃদয়ে চিরকাল লেখা হয়ে থাকবে।”
আগামী মরশুমে মার্কিন মুলুকে ট্রায়াঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির কোচ হিসেবে কাজ শুরু করবেন প্রণীত। সংবাদসংস্থাকে প্রণীত জানিয়েছেন, ”এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে আমি ক্লাবের হেড কোচ হিসেবে যোগ দেবো। সমস্ত খেলোয়াড়দের দেখার সুযোগ পাব।” 

দুদশকের বেশি সময় ধরে ব্যাডমিন্টন সার্কিটে রয়েছেন প্রণীত। ২০১৭ সালে সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজ জিতেছেন। বাসেলে ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন সাই প্রণীত।

[আরও পড়ুন: ‘অধিনায়কের জন্যই হারলাম’, রনজি থেকে বিদায়ের পর কোচের তোপ, ক্ষুব্ধ কার্তিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement