সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিস্ফোরণের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়রা। বর্তমানে উগান্ডার কাম্পালার টিম হোটেলে রয়েছেন ভারতের তারকারা। সেই হোটেলের কাছেই মঙ্গলবার জোড়া বিস্ফোরণ ঘটে। ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে খবর।
উগান্ডায় বসেছে প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর। তাই সে দেশের রাজধানীর একটি হোটেলেই রাখা হয়েছে ভারতীয় খেলোয়াড়দের। আর সেখানেই ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী থাকলেন তাঁরা। জানা গিয়েছে, একটি হোটেল থেকে মাত্র ১০০ মিটার দূরেই হয় জোড়া বিস্ফোরণ (Bomb blasts)। প্রায় পর পর দু’টি বিস্ফোরণে ছড়ায় তীব্র আতঙ্ক। জনবহুল এলাকা হওয়ায় অনেকেই বিস্ফোরণে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে ভারতের। তবে দেশের প্যারা ব্যাডমিন্টন সংস্থার (Para-Badminton India) তরফে নিশ্চিত করা হয়েছে যে সব খেলোয়াড়ই সুরক্ষিত আছেন।
BREAKING NEWS: Two Bomb blasts in the City this Morning that’s CPS Kampala and Jubilee Insurance#BBSKati @bbstvug #BBSGambuuze #BBSAgeesigika @PoliceUg @UPDFspokespersn pic.twitter.com/wR9bZpBnpR
— Nze Serumaga Wilber ❤️🇺🇬🇺🇬 (@WilberSerumaga) November 16, 2021
উগান্ডা সফরে যাওয়া প্য়ারা শাটলারদের মধ্যে রয়েছেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী তারকা প্রমোদ ভগবৎও। বিস্ফোরণের সময় তাঁর সঙ্গে হোটেলে ছিলেন মানস যোশী ও মনোজ সরকারও। প্যারা ব্যাডমিন্টন কোচ গৌরব খান্না বলেন, “আমরা সবাই ঠিক আছি। খুব কাছাকাছি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চারদিকে ছোটাছুটি শুরু করে দিয়েছিলেন লোকজন। তবে আমাদের নিয়ে চিন্তার কোনও কারণ নেই। এর জন্য আমাদের সূচিতেও কোনও বদল ঘটছে না। নির্ধারিত সময়েই প্রতিযোগিতায় নামবে দল।”
Indian Team is Safe!There is multiple Bomb Blast 100 mtr away from official Hotel in which @parabadmintonIN team staying incl. @GauravParaCoach
& @PramodBhagat83 @manojsarkar07@joshimanasi11@IndiainUganda@Media_SAI @ParalympicIndia @YASMinistry @IndiaSports @PMOIndia https://t.co/bAlsNdK4XS pic.twitter.com/TldWuwlXUn— Para-Badminton India (@parabadmintonIN) November 16, 2021
পূর্বপরিকল্পনা মাফিকই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তদন্তে নেমে জানিয়েছেন গোয়েন্দারা। তবে এখনও পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.