প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়েনের প্রভাব এবার অন্য খেলাতেও! অন্য অন্তত গোটা দুয়েক খেলায় একই ধরনের জটিলতা দেখা যাচ্ছে। একটি হল পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়া দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ। আরেকটি ভারতের মাটিতে আয়োজিত হতে চলা স্ক্র্যাবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ। যা পরিস্থিতি তাতে দুই দেশের ক্রীড়াবিদরাই প্রতিবেশী দেশে যাচ্ছেন না।
চলতি মাসেই পাকিস্তানে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বচ্যাম্পিয়নশিপ আয়োজিত হওয়ার কথা। সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ভারতীয় দলের। ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রক দৃষ্টিহীন ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতিও দিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে যাওয়া হচ্ছে না ভারতীয় দলের। কারণ ক্রীড়ামন্ত্রক অনুমতি দিলেও স্বরাষ্ট্রমন্ত্রক ব্লাইন্ড ক্রিকেট টিমকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি। ফলে ভারতের দৃষ্টিহীন ক্রিকেটাররা পাকিস্তানে যেতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।
একই পরিস্থিতি পাক স্ক্র্যাবল দলের। এই দলটির অর্ধেক ক্রীড়াবিদকে নয়াদিল্লিই ভিসা দেয়নি। পাক স্ক্র্যাবল সংস্থার দাবি, তাঁদের ক্রীড়াবিদরা দুমাস আগে ভিসার আবেদন করেছিলেন। ভিসা পাওয়া যাবে সেই আশায় করাচি থেকে লাহোর এসেও গিয়েছেন তাঁরা। কিন্তু, শেষপর্যন্ত ভিসা মেলেনি। এমন খেলোয়াড়দেরও ভিসা দেওয়া হয়নি যারা কিনা ২০২২ সালেই ভারতের মাটিতে খেলে গিয়েছেন। কেন ভিসা দেওয়া হল না সেটাও স্পষ্ট করেনি দিল্লি। এখন যা পরিস্থিতি তাতে এই দুই টুর্নামেন্টের ভবিষ্যৎই প্রশ্নের মুখে।
আসলে এর নেপথ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির অঙ্ক কাজ করছে বলেই মনে করা হচ্ছে। বিসিসিআইয়ের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় টিম কোনও অবস্থাতেই পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না। ভাবা হচ্ছিল গতবার এশিয়া কাপ যেমন হাইব্রিড মডেলে হয়েছিল, সেভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো হবে। এশিয়া কাপে গ্রুপ পর্যায়ে পাাকিস্তান নিজেদের মাঠে নিজেদের ম্যাচগুলো খেলেছিল। আর ভারত খেলেছিল শ্রীলঙ্কাতে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজনের ব্যবস্থা হবে, সেরকমই ভেবে রাখা হয়েছিল কিন্তু সেখানেও বেঁকে বসেছে পাকিস্তান। পিসিবির তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যেহেতু আয়োজকের দায়িত্ব তাদের দেওয়া হয়েছে, তাই তারা কোনওভাবেই হাইব্রিড মডেলে সম্মতি দেবে না। অন্যথা তারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.