স্টাফ রিপোর্টার: স্পেন পর্ব শেষ। এবার লক্ষ্য ইংল্যান্ড। আজ ভারত জিতলেই হকি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের টিকিট যেমন নিশ্চিত হবে, অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি।
গ্রুপ লিগের শেষ ম্যাচ ওয়েলসের সঙ্গে। যারা গ্রুপ পর্বের খেলায় সবচেয়ে দুর্বল দল হিসেবে পরিচিত। তাই ইংরেজদের আজ হারাতে মরিয়া ভারত। প্রশ্ন হল, ভারত কি পারবে স্পেন ম্যাচের মতোই আক্রমণের ঝড় তুলে ইংল্যান্ডকে ধরাশায়ী করতে? কঠিন, তবে অসম্ভব নয়। যতই ইংল্যান্ড পাঁচ গোলে হারাক না কেন ওয়েলসকে, রেকর্ড বলছে, সম্প্রতি ইংরেজদের বিপক্ষে ভারত হারেনি। গতবছর কমনওয়েলথ গেমসে ইংল্যান্ড-ভারত খেলাটি শেষ হয় ৪-৪ গোলে। পরে প্রো লিগে প্রথম ম্যাচে দু’টি দল ৩-৩ গোলে খেলা শেষ করেছিল। দ্বিতীয় সাক্ষাতে ভারত ৪-৩ গোলে জিতে যায়।
এই মুহূর্ত অবশ্য বিশ্ব হকি র্যাঙ্কিংয়ে (World Hockey Ranking) ইংল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে। ভারত সেখানে ষষ্ঠ। যদিও এই পার্থক্য খুব একটা বিবেচ্য নয়। আরও একটা কারণের জন্য ভারতকে এগিয়ে রাখতে হচ্ছে। তা হল স্পেনের বিপক্ষে ভারত শেষ কোয়ার্টারে দশ জনে খেলে দশ মিনিট। তবু স্পেন সেভাবে আক্রমণের ঢেউ তুলে আনতে পারেনি। ভারতের ডিফেন্স অনেক বেশি জমাট দেখিয়েছে। বিশেষ করে হরমনপ্রীত সিং ও অমিত রোহিদাসের মধ্যে বোঝাপড়া ছিল দেখার মতো। তাছাড়া আক্রমণভাগ ও মাঝমাঠের মধ্যে সামঞ্জস্য খুব ভাল থাকায় খেলার শুরু থেকে তার প্রভাব পড়েছে। তাই ভারতকে মনে হয় না বিরসা মুন্ডা স্টেডিয়ামে খুব বেশি সমস্যায় ফেলতে পারবে ইংরেজরা।
তবে এও ভুলে গেলে চলবে না, ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ড প্রতিটি কোয়ার্টারে যেমন গোল করেছে, তেমন প্রথম ম্যাচে তাদের খেলায় জড়তা ছিল না। ভারতের (Indian Hockey Team) কাছে আরও সমস্যা হল, পেনাল্টি কর্নার থেকে সেভাবে গোলের সন্ধান না পাওয়া। ছ’টা পেনাল্টি কর্নার থেকে মাত্র একটা গোল পায় ভারত। হরমনপ্রীত সম্প্রতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রচুর গোল করেছেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় থেকেছেন। সেই হরমনপ্রীত শুক্রবার স্পেনের বিপক্ষে খুব একটা সুবিধে করতে পারেননি। তবে স্পেন ম্যাচ উতরে গেলেও ইংল্যান্ডের বিপক্ষে এমন গোল নষ্টের প্রদর্শনী দেখালে তার খেসারত দিতে হতে পারে। ভারতীয় দলের কোচ গ্রাহাম রিড জানিয়ে দিলেন, স্পেন ম্যাচে যেসব ভুল হয়েছিল তার পুনরাবৃত্তি রবিবার ঘটবে না। “প্রথম ম্যাচে দল যেভাবে খেলেছে তাতে আমি খুশি। বিশেষ করে রক্ষণ বিভাগের খেলাকে প্রশংসা করতেই হবে। দলের মধ্যে এমন কেউ ছিল না যার খেলা নিয়ে ভাবার দরকার আছে। বিশ্বকাপ জিততে হলে এইভাবে খেলা চালিয়ে যেতে হবে। ইংল্যান্ডের বিপক্ষেও এইভাবে পারফরম্যান্স তুলে ধরতে চাই,” বলেছেন রিড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.