ছবি: সাই মিডিয়া।
স্টাফ রিপোর্টার : বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে একদিনেই পাঁচ সোনা জিতল ভারত। এরমধ্যে মুকেশ নেলাভল্লি এবং দেবাংশী ২৫ মিটার পিস্তল ইভেন্টে জোড়া সোনা জিতেছেন। ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দলগত বিভাগেও সেরা হয়েছেন তাঁরা। লিমায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই নিয়ে তিনটি সোনা জিতলেন মুকেশ। এর আগে ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগে সেরা হয়ে প্রথম সোনাটি জিতেছিলেন তিনি।
২৫ মিটার পিস্তলে সোনাজয়ী ছেলেদের দলে মুকেশ ছাড়াও ছিলেন সুরজ শর্মা ও প্রদ্যুম্ন সিং। মোট ১৭২৯ পয়েন্ট পেয়ে সোনা জিতেছেন তাঁরা। এরপর ব্যক্তিগত বিভাগে ৫৮৫ পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন মুকেশ। তাঁর থেকে ২ পয়েন্টে কম পেয়ে রানার্স হয়েছেন সুরজ, যা প্রতিযোগিতায় ভারতের প্রথম রুপো। অন্যদিকে, সোনাজয়ী মেয়েদের দলে দেবাংশীর সঙ্গী হয়েছিলেন তেজস্বিনী ও বিভূতি ভাটিয়া। তাঁরা মোট ১৭১১ পয়েন্ট পেয়েছেন। ব্যক্তিগত বিভাগে অবশ্য দেবাংশী সোনা জিতলেন নাটকীয় ভাবে। ফাইনালে শুরু থেকেই এই বিভাগে লিড নিয়ে রেখেছিলেন ইতালির ক্রিস্টিনা ম্যাগনানি। পঞ্চম রাউন্ড পর্যন্ত ক্রিস্টিনার থেকে ৬ পয়েন্টে পিছিয়ে ছিলেন দেবাংশী। অষ্টম রাউন্ড শেষেও ইতালির শুটার এগিয়ে ছিলেন ২ পয়েন্টে। তবে নবম রাউন্ডে সমতা ফেরান দেবাংশী। আর দশম রাউন্ড শেষে ৩৫-৩৩ ব্যবধানে ক্রিস্টিনাকে হারিয়ে সোনা জেতেন দেবাংশী। এদিন ভারত পঞ্চম সোনাটি জিতেছে ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ছেলেদের দলগত বিভাগে। সোনাজয়ী ভারতীয় দলে ছিলেন শৌর্য সাইনি, বেদান্ত ওয়াঘমারে এবং পরীক্ষিৎ সিং ব্রার। মোট ১৭৫৩ পয়েন্ট স্কোর করে তাঁরা জুনিয়র পর্যায়ে যোগ্যতা অর্জন পর্বের বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন। লিমায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত মোট ১০ সোনা, একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.