সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় অ্যাথলিটদের সঙ্গী হতে চলেছেন একজন ‘স্লিপ সায়েন্টিস্ট’। তিনি মূলত অ্যাথলিটদের ঘুমের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তাঁদের জন্য নির্দিষ্ট রুটিন তৈরি করবেন।
রবিবার দিল্লিতে টিম ইন্ডিয়ার জার্সি প্রকাশের অনুষ্ঠানে একথা ঘোষণা করেছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা। এই কিংবদন্তি অ্যাথলিট বলেন, “সমস্ত সিদ্ধান্তই অ্যাথলিটদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে নিয়েছি আমরা।”
এজন্য একঝাঁক মেডিকেল স্টাফও দলের সঙ্গে যাচ্ছেন। যে দলের নেতৃত্ব দেবেন ডা. দীনসাউ পাদ্রিওয়ালা। এই দলে স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, পুষ্টিবিদ, ফিজিওদের পাশাপাশি একজন স্লিপ সায়েন্টিস্টও থাকবে। অন্যদিকে, এই প্রথমবার অ্যাথলিট, কোচ এবং সাপোর্ট স্টাফদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইওএ। আমি নিশ্চিত, অলিম্পিকে পদক জয়ের বিচারে প্যারিসেই ভারত সর্বকালের সেরা পারফরম্যান্সটা করবে।” এই অনুষ্ঠানে তিনটি ভিন্ন ডিজাইনের জার্সি প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডবিয়া এবং হরদীপ সিং পুরি।
এবার অলিম্পিকে প্রায় ১২০ জনের দল পাঠাতে চলেছে ভারত। এরমধ্যে উল্লেখযোগ্য নীরজ চোপড়া, শরথ কমল, লভলিনা বরগোঁহাইরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.