Advertisement
Advertisement
Tanya Hemanth Iran

‘হিজাব পরুন’, ব্যাডমিন্টনে সোনাজয়ী ভারতীয় খেলোয়াড়কে পদক দেওয়ার আগে ‘হুমকি’ ইরানে

পদক প্রদানের অনুষ্ঠানে মেয়েদের হিজাব পরতেই হয়,দাবি টুর্নামেন্টের আয়োজকদের।

Indian badminton player Tanya Hemanth forced to wear hijab to collect gold medal | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 6, 2023 10:54 am
  • Updated:February 6, 2023 10:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৩০ মিনিটেই টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে সোনার পদক জিতেছেন। কিন্তু হিজাব (Headscarf) না পরার কারণে পদক নেওয়ার অনুষ্ঠানে তাঁকে ঢুকতেই দেওয়া হল না! শেষ পর্যন্ত চাপে পড়ে বাধ্য হয়ে হিজাব পরলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় তানিয়া হেমান্থ। হিজাব (Hijab) বিতর্কে উত্তাল ইরানের (Iran) রাজধানী তেহরানেই (Tehran) এহেন ঘটনার মধ্যে পড়তে হল প্রতিভাবান ভারতীয় ব্যাডমিন্টন (Indian Badminton Player) খেলোয়াড়কে। কালো হিজাবে মাথা ঢেকে পদক নিলেন ১৯ বছর বয়সি তানিয়া (Tania Hemanth)। প্রসঙ্গত, হিজাব পরার আদেশের বিরোধিতায় গত সেপ্টেম্বর মাস থেকে উত্তাল ইরান। রাস্তায় বেরলে বাধ্যতামূলক ভাবে মেয়েদের হিজাব পরার আদেশ দিয়েছে সরকার।

ইরান ফজির ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন নামে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তানিয়া। দ্বিতীয় বাছাই হিসাবে টুর্নামেন্ট শুরু করেন তিনি। পরপর প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারতেরই তাসনিম মীরের বিরুদ্ধে খেলতে নামেন তানিয়া। মাত্র ৩০ মিনিটের মধ্যেই স্ট্রেট সেটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে উড়িয়ে সোনার পদক জিতে নেন। তারপরেই বিপত্তি বাধে।

Advertisement

[আরও পড়ুন: তুরস্কে জোড়া ভূমিকম্প, ভয়াবহ কম্পনে মৃতের সংখ্যা একশো ছুঁইছুঁই]

টুর্নামেন্টের আয়োজকরা সাফ জানিয়ে দেন, মহিলা পদকজয়ীদের হিজাব পরতেই হবে। যদিও সরকারিভাবে এই নিয়মের উল্লেখ নেই। খেলার সময়ে অবশ্য স্বাভাবিক পোশাক পরার অনুমতি দেওয়া হয়েছিল মেয়েদের। যদিও তাঁদের খেলার সময়ে পুরুষদের স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। ফলে একাধিক মহিলা খেলোয়াড়ের কোচ ও পরিবার খেলা দেখার সুযোগ পাননি। তবে সেই নিয়ে সেভাবে বিতর্ক দানা বাঁধেনি।

কিন্তু টুর্নামেন্টের শেষে আয়োজকদের ফতোয়ার বলি হলেন ভারতের তানিয়া। পদক নেওয়ার অনুষ্ঠানে হিজাব না পরলে তাঁকে প্রবেশের অনুমতিই দেওয়া হবে না, সেরকমটাই জানিয়ে দেওয়া হয়। তাই বাধ্য হয়ে হিজাব পরেন তানিয়া। তারপরেই সোনার পদক দেওয়া হয় তাঁকে। ছবিতে দেখা যাচ্ছে, তিন পদকজয়ীকেই হিজাব পরতে হয়েছে। ভারতের তাসনিম মীর ছাড়াও ব্রোঞ্জজয়ী ইন্দোনেশিয়ার স্তেফানি উইদজাজা-সকলকেই হিজাব পরতে হয়েছে। প্রতিভাবান ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়কে এইভাবে হিজাব পরতে বাধ্য করা যায় কিনা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন: SSC দুর্নীতি: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ‘রেট’ ২০ লক্ষ, কাদের কাছে পৌঁছত বিপুল টাকা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement