সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৮তম স্বাধীনতা দিবসের উদযাপনে মেতে উঠেছে গোটা দেশ। আসমুদ্র হিমাচল জুড়ে চলছে এই বিশেষ দিনটি উদযাপন। সেখানে পিছিয়ে নেই দেশের ক্রীড়াবিদরাও। সদ্যসমাপ্ত প্যারিস অলিম্পিক থেকে ফেরা অ্যাথলিটরাও শুভেচ্ছা জানাচ্ছেন স্বাধীনতা দিবসের। সেই সঙ্গে রয়েছেন শচীন, গম্ভীরের মতো ক্রিকেটাররাও।
সোশাল মিডিয়ায় শচীন লিখেছেন, “যাঁরা ভারতের হয়ে খেলেন, তাঁরাই শুধু খেলোয়াড় নন। যাঁরা সততা ও দায়িত্বের সঙ্গে নিজের কাজ করেন, তারাই টিম ইন্ডিয়ার মূল উদ্দেশ্য। তাই আজ যখন জাতীয় সঙ্গীত বেজে উঠবে, তখন সেটা আপনাদের জন্যই বাজবে বলে মনে করবেন। যতবার আমি দেশের হয়ে খেলতে নেমেছি, ততবার আমি জাতীয় সঙ্গীত শুনে যেরকম অনুভব করতাম, আপনারাও সেরকম অনুভব করুন। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।”
Sportspersons aren’t the only ones playing for India. Every Indian who does their job with honesty and sincerity is a key player for Team India. So, when the national anthem plays today, know that it’s for you, and I hope you’ll feel the same way I did when I heard it every time…
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2024
তেমনই অলিম্পিকে রুপোজয়ী নীরজ চোপড়া জাতীয় পতাকা হাতে ছবি দিয়ে লিখেছেন, “সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ।” জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর সপরিবারে তেরঙ্গা পতাকা তুলেছেন। সেই সঙ্গে লিখেছেন, “স্বাধীনতা পাওয়ার জন্য মূল্য দিতে হয়। আমাদের বীররা প্রতিদিন রক্তের মূল্যে সেটা শোধ করেন। সেটা ভুলে যাবেন না। শুভ স্বাধীনতা দিবস।” বিশ্বকাপ জয়ের পর জাতীয় পতাকা হাতে মুম্বইয়ের রাস্তায় ঘুরেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ভিডিও দিয়ে রোহিত শর্মা স্যালুট জানিয়েছেন।
Freedom comes at a price. Our heroes pay it everyday with their blood! Never forget #HappyIndependenceDay pic.twitter.com/wJgY4IH5pi
— Gautam Gambhir (@GautamGambhir) August 15, 2024
View this post on Instagram
View this post on Instagram
অলিম্পিকে হকিতে ব্রোঞ্জজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য পিআর শ্রীজেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে গোটা দলই আজ উপস্থিত ছিল লালকেল্লায়। সেখানে দাঁড়িয়ে শ্রীজেশ মেডেল ঝুলিয়ে ছবি দেন। সঙ্গে লেখেন, “গর্বিত ভারতবাসী। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। স্বাধীনতা ও দেশাত্মবোধ যেন সকলের হৃদয়কে গর্বিত করে তোলে। জয় হিন্দ।” দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে নতুন ভবিষ্যতের বার্তা দিয়েছেন ক্রিকেটার মহম্মদ শামিও।
View this post on Instagram
Proud Indian
Wishing you all a memorable Independence Day! May the spirit of freedom and patriotism fill your heart with pride.
Jai hind #78th #independenceday #aug15th #jaihind # pic.twitter.com/PZtqaq8cGp
— sreejesh p r (@16Sreejesh) August 15, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.