Advertisement
Advertisement

Breaking News

India vs Pakistan

ঘরের মাঠেই ভারতের কাছে পরাস্ত পাকিস্তান, ডেভিস কাপে ৪-০ জয় টিম ইন্ডিয়ার

ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা ৮ ম্যাচ জয় ভারতের।

India wins Davis Cup tie against Pakistan at Islamabad | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 5, 2024 1:07 pm
  • Updated:February 5, 2024 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠেই ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান (Pakistan)। ডেভিস কাপ টাইয়ে ৪-০ ফলে জিতেছে ভারত। ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা ৮ ম্যাচ অপরাজিত ভারত। এবার টাইয়ের একটাও রাবার জিততে পারেননি আয়োজক পাকিস্তানের খেলোয়াড়রা। নিজেদের পছন্দমতো ঘাসের কোর্ট বানিয়েও শেষ পর্যন্ত লজ্জার হারের মুখেই পড়তে হল পাকিস্তানকে।

৬০ বছর পরে পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ (Davis Cup) খেলতে গিয়েছিল ভার‍ত। রাষ্ট্রপতির সমান বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল খেলোয়াড়দের জন্য। তার মধ্যেও পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করেছিলেন জিশান আলিরা। তবে মাঠের বাইরে ভারতের জন্য সমস্ত সুযোগসুবিধা দিলেও কোর্টের মধ্যে পড়শি দেশের খেলোয়াড়দের জন্য কঠিন চ্যালেঞ্জের ব্যবস্থা করেছিল পাকিস্তানের টেনিস ফেডারেশন। নিজেদের শক্তির কথা মাথায় রেখে ঘাসের কোর্ট বানিয়েছিল পাকিস্তান।

Advertisement

[আরও পড়ুন: কেরিয়ার বাঁচানো সেঞ্চুরি করে শুভমানের মুখে কার নাম? দেখুন ভাইরাল ভিডিও]

তবে কঠিন কোর্টে খেলতে নেমেও দাপট দেখিয়েছে ভারতই। টাইয়ের (India vs Pakistan) প্রথম দিনের দুটি সিঙ্গলস জিতেছিলেন রামকুমার রামনাথন ও এন শ্রীরাম বালাজি। দ্বিতীয় দিনের শুরুতে ভারতের ইউকি ভামব্রি ও সাকেত মিয়ানির কাছে কার্যত আত্মসমর্পণ করেন পাকিস্তানের ডাবলস জুটি। শেষ রাবারে ডেভিস কাপে অভিষেক হয় নিকি কালিয়ান্দা পুনাচার। তিনিও সহজেই জিতে যান। ভারত ৪-০ এগিয়ে থাকার ফলে টাইয়ের শেষ সিঙ্গলস ম্যাচটি বাতিল হয়ে যায়।

ডেভিস কাপের এই টাই জিতে ওয়ার্ল্ড গ্রুপে ওয়ানে উঠে এল ভারত। অন্যদিকে পাকিস্তান রয়ে গেল গ্রুপ টুতে। জানা গিয়েছে, পাকিস্তানের ঘরের মাঠে খেলার আগে দিল্লির ভেজা মাঠে অনুশীলন করেছিলেন রামকুমাররা। তার সুফল মিলেছে ইসলামাবাদের স্যাঁতসেতে আবহাওয়ায়। পড়শি দেশকে দুরমুশ করে ফিরছে ভারতীয় দল।

[আরও পড়ুন: কেন এএফসি এশিয়ান গেমসে ব্যর্থ সুনীলের ভারত? আসল কারণ তুলে ধরলেন স্টিমাচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement