Advertisement
Advertisement

Breaking News

Paralympic Games 2024

প্যারিসে ‘চক দে ইন্ডিয়া’, প্যারালিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স ভারতের

রেকর্ড গড়ে দেশে ফিরব। প্যারালিম্পিক শুরুর আগে দেশবাসীর কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা।

India wins 29 medal, makes history at Paralympic Games 2024

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 8, 2024 2:33 pm
  • Updated:September 8, 2024 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড গড়ে দেশে ফিরব। প্যারালিম্পিক শুরুর আগে দেশবাসীর কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া সাফ জানিয়েছিলেন, পদকের নিরিখে এই প্যারালিম্পিকেই সেরা পারফরম্যান্স করবে ভারত। দেশবাসীকে দেওয়া কথা রেখেছেন সুমিত আন্টিল-অবনী লেখারারা। প্যারিস থেকে মোট ২৯টি পদক নিয়ে ফিরছেন ভারতীয় প্যারাঅ্যাথলিটরা।

১৯৬৮ তেল আভিভ প্যারালিম্পিক থেকে ভারত প্যারালিম্পিক অভিযান শুরু করে। সেবারে মাত্র ১০ জন ভারতীয় অ্যাথলিট মূলপর্বে সুযোগ পান। কিন্তু কেউই পদক জিততে পারেননি। ৭২ প্যারালিম্পিকে ভারত প্রথম পদক জেতে। সেবারে একটি সোনা আসে ভারতের (Team India) ঝুলিতে। এরপর পরপর দুটি প্যারালিম্পিকে ভারতের কোনও অ্যাথলিট সুযোগ পাননি। ৮৪ প্যারালিম্পিকে মাত্র ৫ জন অ্যাথলিট সুযোগ পান। তাতেই চারটি পদক জেতে ভারত। এরপর ৮৮ থেকে ২০০০ পর্যন্ত ভারত প্যারালিম্পিকে অংশ নিলেও কোনও পদক জেতেনি ভারত। টিম ইন্ডিয়া ফের সাফল্যের মুখ দেখে ২০০৪ প্যারালিম্পিকে। এথেন্সে ১২ জন ভারতীয় অ্যাথলিট সুযোগ পান। একটি সোনা ও একটি ব্রোঞ্জ পায় ভারত। ২০০৮ বেজিং প্যারালিম্পিকে আবার পদকশূন্যভাবে শেষ করে টিম ইন্ডিয়া। ২০১২ প্যারালিম্পিকে একটি মাত্র রুপো জেতেন ভারতীয় অ্যাথলিটরা। ২০১৬ রিও অলিম্পিকে ভারত মোট ৪টি পদক জেতে। ২টি সোনা, ১টি রুপো এবং একটি ব্রোঞ্জ জেতে ভারত।

Advertisement

[আরও পড়ুন: দ্রাবিড়ের জন্য ব্ল্যাঙ্ক চেক রেখেছিল অন্য ফ্রাঞ্চাইজি! তবু রাজস্থানেই ফিরেছেন বিশ্বকাপজয়ী কোচ

২০২১ সালের প্যারালিম্পিকে অবশ্য অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে যান ভারতের অ্যাথলিটরা। সবমিলিয়ে ১৯টি পদক আসে ভারতের ঘরে। ৫ সোনা, ৮ রুপো এবং ৬ ব্রোঞ্জ জেতেন ভারতীয় অ্যাথলিটরা। তবে প্যারিসে এই নজিরও ভেঙে যাবে বলে প্রথম থেকেই আশাবাদী ছিলেন ভারতীয় অ্যাথলিটরা। ২০২৪ প্যারিস প্যারালিম্পিকে নতুন নজির গড়ল ভারতীয় কন্টিনজেন্ট। সর্বকালের সেরা পারফরম্যান্স করে ভারতের ঘরে এল মোট ২৯টি পদক। মোট ৭ জন ভারতীয় অ্যাথলিট সোনা জিতেছেন। ভারতের পদক তালিকায় এসেছে ৯ রুপো এবং ১৩ ব্রোঞ্জও। পদকের ক্রমতালিকাতেও প্রথম ২০র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে ভারতের।

একনজরে প্যারালিম্পিকে ভারতের পদকজয়ীরা:

সোনা

অবনী লেখারা (শুটিং)
নীতেশ কুমার (ব্যাডমিন্টন)
সুমিত আন্টিল (জ্যাভলিন)
হরবিন্দর সিং (তিরন্দাজি)
ধরমবীর নাইন (ক্লাব থ্রো)
প্রবীণ কুমার (হাই জাম্প)
নবদীপ সিং (জ্যাভলিন)

রুপো
মণীশ নারওয়াল (শুটিং)
নিষাদ কুমার (হাই জাম্প)
যোগেশ কাঠুনিয়া (ডিসকাস থ্রো)
তুলসীমতি মুরুগেসান (ব্যাডমিন্টন)
সুহাস ইয়াথিরাজ (ব্যাডমিন্টন)
অজিত সিং যাদব (জ্যাভলিন)
শরদ কুমার (হাই জাম্প)
শচীন খিলারি (শট পাট)
প্রণব সুরমা (ক্লাব থ্রো)

ব্রোঞ্জ
মোনা আগরওয়াল (শুটিং)
প্রীতি পাল ২ (১০০ মিটার, ২০০ মিটার স্প্রিন্ট)
রুবিনা ফ্রান্সিস (শুটিং)
মণীষা রামদাস (ব্যাডমিন্টন)
শীতল দেবী-রাকেশ কুমার (তিরন্দাজি)
নিত্যশ্রী শিভন (ব্যাডমিন্টন)
দীপ্তি জীবনজি (৪০০ মিটার স্প্রিন্ট)
মারিয়াপ্পান থাঙ্গাভেলু (হাই জাম্প)
সুন্দর সিং গুর্জর (জ্যাভলিন)
কপিল পারমার (জুডো)
হোকাতো সেমা (শট পাট)
সিমরন শর্মা (২০০ মিটার স্প্রিন্ট)

[আরও পড়ুন: ‘জয় শাহর সঙ্গে যোগাযোগ, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই’, আত্মবিশ্বাসী পিসিবি চেয়ারম্যান নকভি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement