Advertisement
Advertisement

Breaking News

Abhinav Bindra

‘প্যারিসেই ভারত সর্বোচ্চ পদক পাবে’, আশাবাদী অভিনব বিন্দ্রা

অলিম্পিক পৃথিবীকে সুন্দর করে রাখে, বলছেন ভারতের কিংবদন্তি শুটার।

Paris Olympics 2024: India will fetch maximum medals in, says Abhinav Bindra

অলিম্পিক মশাল হাতে অভিনব বিন্দ্রা।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 26, 2024 12:01 pm
  • Updated:July 26, 2024 1:41 pm

বক্তা বেজিং অলিম্পিকে শুটিংয়ে সোনাজয়ী। ভারতীয় খেলাধুলোর চিরকালীন অমূল‌্য রত্ন। যাঁকে ‘অলিম্পিক অর্ডার’ প্রদান করল আইওসি। অলিম্পিক মুভমেন্টের ক্ষেত্রে যা কি না সর্বোচ্চ সম্মান। শুধু তাই নয়, গতকাল টর্চ নিয়েও দৌড়েছিলেন অভিনব। সেই অভিনব বিন্দ্রা (Abhinav Bindra) প‌্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দিলেন বোরিয়া মজুমদার-কে।
আপনি টর্চ নিয়ে দৌড়নোর সময় হাজার হাজার মানুষ চিৎকার করছিলেন। একটু বলুন না অভিজ্ঞতাটা কেমন ছিল?
অভিনব: অসম্ভব ভালো লাগছিল, জানেন? প‌্যারিসে টর্চ হাতে দৌড়নো আমার কাছে বিশাল গর্বের একটা মুহূর্ত। এ আমন্ত্রণ আমার কাছে বহু বছর আগেই এসেছিল। বেজিংয়ে শীতকালীন গেমসের সময়। কিন্তু নানা কারণে সে বার আমার যাওয়া হয়নি। কিন্তু এখানে অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। ছেলে থেকে বয়স্ক, হাজার-হাজার মানুষ আমাকে সমর্থন করছে, উৎসাহ দিচ্ছে, এ জিনিস ভাবা যায় না স্রেফ। এতেই বোঝা যায়, অলিম্পিক মুভমেন্ট ঠিক কতটা বিশাল বিষয়। পৃথিবী এখন সর্বাঙ্গসুন্দর নয়। পৃথিবীতে সব সময় ভালো ভালো জিনিস আর হয় না এখন। কিন্তু অলিম্পিক পৃথিবীকে সুন্দর করে রাখে।

[আরও পড়ুন: ‘স্বপ্নপূরণের সময় এসে গিয়েছে’, অলিম্পিকে নামার আগে আত্মবিশ্বাসী কলকাতার অনুশ]

আপনাকে তো আবার অলিম্পিক অর্ডারও দেওয়া হল। সবচেয়ে কম বয়সী ভারতীয় অ‌্যাথলিট হিসেবে আপনি এই মর্যাদা পেলেন। এটা তো বিরাট সম্মান?
অভিনব: অবশ‌্যই। এটা আইওসি-র সর্বোচ্চ পুরস্কার। আর সেই পুরস্কার আমি পেলাম মানে, আমার কাজ মর্যাদা পেল। দেখুন, আমি আমার জীবন খেলাকে দিয়ে দিয়েছি। অলিম্পিককে দিয়ে দিয়েছি। কী জানেন, পদক জেতাই সব কিছু নয়। মিডিয়া পদক দিয়ে অ‌্যাথলিটকে বিচার করে। কিন্তু অ‌্যাথলিটদের কাজের ব‌্যপ্তি অনেক বড়। আমি যেমন সমাজে তফাত গড়ার চেষ্টা করেছি। অলিম্পিক ভ‌্যালুজ এডুকেশন প্রোগ্রামের মাধ‌্যমে শুধুমাত্র ষাট হাজার স্কুল উপকৃত হবে না। লক্ষ লক্ষ ছাত্রের জীবন বদলে যাবে। আমরা পারিপার্শ্বিকে বদল আনতে চাইছি। খেলাকে ব‌্যবহার করে সমাজে বদল আনতে চাইছি।
প‌্যারিস অলিম্পিক কতটা জমবে বলে মনে হয় আপনার?
অভিনব: আমার তো মনে হয়, দারুণ হবে। কোভিডের পর এটাই প্রথম অলিম্পিক। পুরো বিশ্ব এখানে জমায়েত হবে। যেখানে সারা বিশ্ব থেকে মানুষ খেলতে আসবে, হাসবে, আনন্দ করবে। দেখার মতো একটা ইভেন্ট হবে বলে আমার বিশ্বাস।
ভারতীয় অ‌্যাথলিটরাও নিশ্চয়ই ভালো করবেন, কী বলেন? তিরন্দাজিতে আমাদের শুরুটা তো ভালো হল।
অভিনব: আমি বলব, আমাদের অ‌্যাথলিটরা সেরা প্রস্তুতি নিয়ে প‌্যারিস অলিম্পিকে খেলতে এসেছে। আমার মতে, ভারত সবচেয়ে বেশি পদক পাবে প‌্যারিস অলিম্পিক থেকে। আমি অত‌্যন্ত আশাবাদী। আর সেটা যদি হয়, দেশে ক্রীড়া বিপ্লব ঘটে যাবে।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা লিগের দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ, ঘরের মাঠে ফিরছে মোহনবাগান

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ